January 12, 2025

আত্মা প্রকল্পের অধিনে মেশিনের মাধ্যমে আমন ধান রোপণ-কৃষিতে এক বিপ্লব আনতে চলেছে

1 min read
কমল কুমার বিশ্বাস( বালুরঘাট):কুমারগঞ্জ  ব্লকের মধ্যে প্রথম আধুনিক মেশিনের মাধ্যমে এবার জমিতে আমন ধান রোপন শুরু হল।সোমবার সকালে দক্ষিণ দিণাজপুরের কুমারগন্জ্ঞ  ব্লকের কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র (আত্ মা) এবং ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে মুগলিশপুর এবং আজইর মৌজায় মেশিনের সাহায্যে কৃষক বন্ধুদের জমিতে ধান রোপণ করতে শুরু করেন কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র (আত্ মা) এবং ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এর ফলে সময়ের পাশাপাশি উৎপন্ন ফসল হবে অারও ভালো ,দাবি দপ্তরের।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক বন্ধুরা।ব্লকের কৃষি আধিকারিক মহম্মদ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, কৃষকদের জমিতে ধান রোপণের সময় অনেক ক্ষেত্রে শ্রমিক পাওয়া যায়না। সেই লক্ষে আমাদের এই কর্মের উদ্যোগ।এছাড়াও এই মেশিন কিনতে যারা আগ্রহী তাদের ব্লক কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করতে বলেছেন। ব্লক টেকনোলোজি ম্যানেজার সনজিত রায় বলেছেন চাষের খরচ কমাতে এবং শ্রমিক পাওয়ার সমস্যা মেটানোর লক্ষে এই ধরনের মেশিনের সাহায্যে ধান রোপণ করতে গেলে ৪০ থেকে ৫০মিনিটের মধ্যে একবিঘা থেকে দেড় বিঘা জমির ধান লাগানো যাবে।তাই এবার ২০ থেকে ২৫ বিঘা আমন ধান রোপনের কাজ শুরু করেছি।এতে কৃষক বন্ধুদের খরচের পরিমাণ অনেকটাই কম হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাছাড়া একবার মেশিনের ব্যবহার যে পদ্ধতি আছে তা একবার ভালো করে দেখে কৃষকেরা নিজেদের মত করে জমিতে ধান রোপণ করতে পারবে।এর ফলে চাষিদের চাষে খরচ কম হবে ফলন বেশি হবে।এছাড়াও অ্যাসিস্টেন্ট টেকনোলোজি মেনেজার সুদীপ পাল বলেন চাষিদের খরচ কমিয়ে বেশী ফলন ফলিয়ে কৃষকদের লাভ করাটাই অামাদের লক্ষ।তাই আমরা বোরো সময়ে এই মেশিনের সাহায্যে আরো বেশী পরিমানে ধার রোপণ করবো। এছাড়াও কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় এবং কৃষি কর্মাধ্যক্ষ মোকবুল হোসেন মন্ডল কৃষি দপ্তরের সাথে ধান রোপণের উদ্যোগ নেওয়া মুগলিশপুর দীনদুঃখীনী ফার্মার্স ক্লাবের সকল সদস্যকে কাজ করার চেষ্টা দেখে অনেক ধন্যবাদ জানিয়েছেন।এছাড়াও এই মেশিনে  ধান রোপণ করার সময় জেলা থেকে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় বিশ্বাস-ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার(এডমিন) দক্ষিণ দিনাজপুর, ডক্টর উৎপল মন্ডল -অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার(ইনফরমেশন) বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর এবং অনির্বাণ লাহিড়ি -অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার(প্লান্ট প্রোটেক্শন) বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।জেলা আধিকারিকগন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পরবর্তীতে এই মেশিনের সাহায্যে ধান রোপণ এলাকা যেন বৃহৎ আকারে হয় তা কৃষকদের বলেছেন এবং উৎসাহী কৃষক বন্ধুদের সাথে এই পদ্ধতি নিয়ে কথা বলেছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *