বিজেপি জেলা সভাপতির নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান
1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 31শে জুলাই :– বিজেপি জেলা সভাপতির নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপি নেতৃত্ব l”Justice for suvendu sarkar “-ব্যানারে বিজেপি নেতা কর্মীরা আজ থেকে শুরু করলো টানা অবস্থান বিক্ষোভ কর্মসূচি l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের উল্টো দিকে মঞ্চ বেঁধে আজ থেকে শুরুহলো এই কর্মসূচি l এপ্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সাধারণ সম্পাদক মানস সরকার বলেন -” অন্যায় ভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে পুলিশ ও তৃণমূল এক যোগে মিথ্যা মামলা দিয়ে বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকারকে ফাঁসাতে চাইছে বিজেপিকে দমানোর জন্য l একটি মামলায় শুভেন্দু বাবুকে গ্রেপ্তার করে আরও কিছু মিথ্যা মামলায় তাকে জড়িয়ে বিজেপির অভ্যুত্থানকে রোখার খেলায় নেমেছে পুলিশ ও শাসক দল l যতদিন না শুভেন্দু বাবুকে প্রশাসন নিঃশর্ত মুক্তি দেয় ততদিন এই বিক্ষোভ কর্মসূচী চলবে l “
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});