কলকাতায় আই এফ এ পরিচালিত ফুটবল ট্রায়ালে সরলা উচ্চ বিদ্যালয়ের চার মহিলা ফুটবলার
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--আই এফ এ পরিচালিত অনুর্ধ ১৯ বাংলা মহিলা দল গঠনের ফুটবল ট্রায়ালে সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির প্রত্যন্ত গ্রামের সরলা ভূপেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী।এই চার ফুটবলাররা হল সুনিতা সরকার,বুলি রায়,মিনি রায় ও সঙ্গীতা মাহাতো।সরলা ভূপেন্দ্র নাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার বলেন তার বিদ্যালয়ের ছাত্রী সুনিতা সরকার দেশের হয়ে আন্তর্জাতিক মহিলা ফুটবলেও একবার অংশগ্রহণ করে বিদ্যালয়ের সন্মান বৃদ্ধি করেছে।মহিলা ফুটবলার সুনিতা সরকার এক প্রশ্নের উত্তরে জানায় সবকিছু ঠিকঠাক থাকলে তার পক্ষে সুযোগ পাওয়া কোনই সমস্যা হবেনা বলে সুনিতা মনে করে।,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার এক প্রশ্নের উত্তরে বলেন গোয়াতে অনুর্ধ ১৯ জাতীয় স্তরে মহিলা ফুটবল খেলায় বাংলার হয়ে অংশগ্রহনের জন্যই কলকাতায় এই ট্রায়াল চলছে।প্রধান শিক্ষক সত্যজিৎ বাবু বলেন তার বিদ্যালয়ের চারজন ছাত্রীই বাংলা দলে সুযোগ পাবে বলেই তার বিশ্বাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});