সার্বিক উন্নয়নের পথে ভেজাল শব্দটি কালিয়াগঞ্জ শহরকে পঙ্গু করে তুলছে।
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া ইত্যাদি অত্যাধুনিক দেশগুলো প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এগিয়ে এলেও কালিয়াগঞ্জ শহরের কতিপয় অত্যাধুনিক প্রযুক্তির ব্রেন সম্পন্ন ব্যবসায়ীদের কাছে ঐ সকল উন্নয়নশীল দেশের কর্তাব্যক্তিরাও হার মানবে। এ প্রসঙ্গে কালিয়াগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য মানুষ বললেন মিল অর্থাৎ কারখানা আছে কিন্তু মেশিন ঘুরে না, ইলেকট্রিক লাইন আছে মিটারে বেশি বিল ওঠে না, আশ্চর্য ভাবে কোনো খোল উৎপাদন হয় না কিন্তু সেইসব সর্ষের তেলের মিল থেকে কিভাবে দৈনন্দিন শয়ে শয়ে টিনের প্যাকেজ মোড়া সর্ষের তেল উৎপন্ন হচ্ছে এবং সেই খাদ্য তেল উৎপন্ন করে বিশ্বাস ভঙ্গে মানুষদের খাইয়ে পঙ্গু করে তুলছে -এ এক শিউরে ওঠা অভিযোগ।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মানুষের জন্য ” খাদ্য সাথী ” প্রকল্প তৈরী করে দুই টাকা দরে সেই খাদ্য সকলের কাছে পৌঁছে দিতে পেরে ভারতে এক অনন্য নজির গড়ে তুলেছেন সেখানে এই কালিয়াগঞ্জ শহরের কতিপয় হাইটেক প্রযুক্তির ব্যবসায়ীরা দিনের পর দিন ভেজাল খাদ্য তৈরী করে মানুষের কাছে পৌঁছে দিয়ে যেভাবে মানুষ কে পঙ্গু করে তোলা হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ” সবুজ সাথী ” টিও “ভেজাল সাথী “র আওতায় পঙ্গু হয়ে পরবে এই নিয়ে সকলের সংশয় তবে দুধ কে জ্বাল দিয়ে যেমন প্লাস্টিক বেরিয়ে এসে প্রমানিত হয়েছে প্লাস্টিকের দুধ সেখানে ভেজাল সর্ষের তেলে রান্না খেতে খেতে শরীরের বিভিন্ন অঙ্গের পঙ্গু হওয়া শুরু হয়েছে এর প্রমাণ কে করবে , সকলের মুখে কুলুপ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্লাস্টিক চাল, ফল, ডিম, দুধ , ক্যারি ব্যাগ সকল কিছু চোখে পরছে কিন্তু ভেজাল সর্ষের তেল যে পেটের মধ্যে ঢুকে লুকিয়ে লুকিয়ে পঙ্গুত্ব তৈরি করছে তার খবর কে রাখে, সর্বস্তরের প্রশাসন কি বলছে সেটাই দেখার। তবে সকলেই বলছে সার্বিক উন্নয়নমুখী কালিয়াগঞ্জ ভেজালে পঙ্গু।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});