রাস্তা সারাইয়ের দাবিতে সরব হল গ্রামবাসীরা
1 min read
জয়দেব গোপ চোপড়া ৪আগস্ট:রাস্তা সারাইয়ের দাবিতে সরব হল গ্রামবাসীরা ।কালাগছের মাছ বাজারের রাস্তা বেহাল হওয়ায় চরম ভোগান্তিতে গ্রামবাসীরা ।শনিবার বিকেলে এই রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তায় হিম পাইপ ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । স্থানীয় উৎপল তরফদার ও জীবন পাল সহ গ্রামবাসীদের অভিযোগ কালাগছ মাছ বাজার থেকে সুলতান গঞ্জ আদিবাসী পাড়া পর্যন্ত জনবহুল কাঁচা রাস্তাটি বেহাল হয়ে পরেছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোটা রাস্তাই খানা খন্দে পরিনত হয়েছে।মাঝে মাঝে হাটু জলও জমে।তার ওপর দিয়েই গ্রামবাসী ও স্কুল পড়ুয়ারা যাতায়াত করছে ।স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কাজ হচ্ছে না ।তাই ওই বেহাল রাস্তাটি শীঘ্রই মেরামতের দাবিতে গ্রামবাসীরা এক জোট হয়ে রাস্তায় হিউম পাইপ ফেলে বিক্ষোভ দেখান ।এ ব্যাপারে চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মহম্মদ হানিফ জানান,ওই রাস্তাটি খুব খারাপ ঠিকই কিন্তু ওই রাস্তা দিয়ে বালির লরি গিয়ে প্রচন্ড খারাপ হয়েছে। বিডিও সাহেব ও পঞ্চায়েত সমিতি কে নিয়ে আলোচনা করে রাস্তাটির মেরামতের ব্যবস্থা নেওয়া হবে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});