চঙ্চলাক্ষী এন্টারটেনমেন্ট পরিচালিত ফিল্ম পাপড়ি
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কৌশিক ঘোষ,কোলকাতা:২০১৫ সালে গুটিকয়েক সঙ্গী সাথীদের নিয়ে পথ চলা শুরু করে চঙ্চলাক্ষী এন্টারপ্রাইজ। সম্প্রতি তাদের নতুন সংস্করণ একটি গ্র্যাম্য মেয়ের জীবন কাহিনী নিয়ে নির্মিত ছবি পাপড়ি। চঙ্চলাক্ষী ফিল্ম এন্টারটেনমেন্ট এর কর্ণধার ও ফিল্ম পরিচালক শুভজিৎ চৌধুরী সাংবাদিক দের মুখোমুখি হয়ে নানা কথা জানিয়েছেন। তিনি জানান এই পাপড়ি ছবিটি কোন রিমেক ছবি নয়। একটি গ্রাম্য মেয়ের বাস্তব জীবনের কাহিনী এই ছবিতে তুলে ধরা হয়েছে। এই ছবিটি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে। এই ছবিটি তিনি মূলত ফিল্ম ফেস্টিভ্যালের জন্যই বানিয়েছেন। বর্তমানে এটা Chanchalakhi Entertainment youtube channel এ দেখতে পাওয়া যাবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নতুন প্রতিভাবান ছেলে মেয়েদের তারা গান,নাচ,অভিনয়, মডেলিং এর সুযোগ করে দেন। চঙ্চলাক্ষী এন্টারটেইনমেন্ট ফিল্ম ছাড়াও ডেন্সিং ফেস্টিভ্যাল, সিংগিং স্টার, মডেল হান্ট ইত্যাদি অনুষ্ঠান সারা বছরই করে থাকেন। এমনকি তারা গান,নাচ, অভিনয়, মডেলিং শেখার ও সুযোগ করে
দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});