সুব্রত কাপ ফুটবলে উত্তর দিনাজপুর জেলার হাতিয়া স্কুল জয়ী
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–বুধবার বাঁকু ড়ায় অনুষ্ঠিত ছাত্রীদের সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা দক্ষিণ কলকাতার বাসদ্রোনি উচ্চ বিদ্যালয়কে ১০-০গোলে পরাজিত করে প্রথম রাউন্ডে জয়ী হয়।জানা যায় উত্তর দিনাজুর জেলার হাতিয়া বিদ্যালয়ের সাইনুল খাতুন-৫টি,রেজিনা পারভীন–৩টি ও জাসমিন খাতুন ও সীমা পারভীন ১টি করে গোল করে বলে হাতিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সিনহা জানান।আগামী কালসকালে উত্তর দিনাজপুর জেলার সাথে উত্তর২৪পরগনার প্রি কোয়ার্টার ফাইনাল খেলা হবে বাঁকুড়ার খ্রিষ্টান বি পি এড ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});