January 12, 2025

বাল্য বিবাহ ও ডাইনি প্রথার ওপর নাটক

1 min read

কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,10 আগস্ট:বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গতকাল আজ কুমারগঞ্জ ব্লক প্রশাসন কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

গতকাল গোপালগঞ্জ ব্রিজ ময়দানে আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল l প্রতিযোগিতায় জয়ী হয় ভৌরদল রানার্স সাফানগর দল l এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের ষোলজন মানঝি বাবা কে সম্বর্ধনা দেয়া হয় l  আজ কুমারগঞ্জের গৌরাঙ্গপুর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় l আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ক্ষেমসুন্দর মন্ডল ,ব্লকের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফারে  অফিসার প্রিয়াঙ্কা তামাং ,কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য সুব্রত মুর্মু ,গৌরাঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার গায়েন প্রমুখ lআজকে  আটজন মানঝি বাবুকে সম্বর্ধনা দেয়া হয়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এছাড়াও সবুজ সাথির সাইকেল বিতরণ ,মেডিকেল ক্যাম্প,আদিবাসীদের ST সার্টিফিকেট প্রদান অনলাইন আবেদন গ্রহণ ,আদিবাসী নৃত্য প্রতিযোগিতা প্রভৃতি lমূল আকর্ষণ ছিল বাল্য বিবাহ  ডাইনি প্রথার ওপর নাটক l  এবিষয়ে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ক্ষেম সুন্দর মন্ডল জানান ,আদিবাসী জনগণের জন্য সরকারি বহু সুযোগ সুবিধা রয়েছে ,সেগুলো  তাদের না জানার কারণে তারা সেসব সুযোগ গুলি থেকে বঞ্চিত থেকে
যাচ্ছে l তাই তাদের জাগরুক করার জন্য এর পূর্বেও জেলাশাসকের উপস্থিতিতে আলোচনা সভা হয় l ব্লক আধিকারিক হিসাবে আমি সকল আদিবাসী ভাই বোনদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি ,আপনারা ব্লকে আসুন আপনাদের সুযোগ সুবিধা গুলো বুঝে নিয়ে যান যান l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *