দাঁইহাট পৌরসভার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী কৃছাত্র – ছাত্রীদের সংবর্ধনা
1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমান দাঁইহাট শহর টাউন হল মঞ্চে রবিবার দিন বিকেলবেলায় দাঁইহাট পৌরসভার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী কৃছাত্র – ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কাটোয়া বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চ্যাটার্জি, দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শিশির কুমার মণ্ডল, দাঁইহাট পৌরসভার উপপ্রধান প্রদীপ রায়, দাঁইহাট পৌরসভার প্রাক্তন উপপ্রধান সন্তোষ কুমার দাস সহ কাউন্সিলরগণ ও পৌরসভার বিশিষ্টব্যক্তিবর্গ। পৌরসভার এইরকম উদ্যোগকে ছাত্র-ছাত্রীরা ছাড়াও শহরবাসীরা শুভেচ্ছা জানিয়েছেন।