হিমালযান মাউন্টনেরস এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের ১০সদস্যের অভিযাত্রী দল এবার পারি দিছে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের হিমাল যান মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশন উদ্যোগে তাপস জোয়াদ্দারের নেতৃত্বে ১০সদস্যের এক অভিযাত্রী দল ১৭৬৫৭ ফুট উচ্চতা বিশিষ্ট হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি অভিযানে রওনা দিচ্ছে আগামী১৮আগস্ট।এই উপলক্ষে রবিবার অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা তুলে দেন সংস্থার সভাপতি তরুণ সরকার এবং সম্পাদক উৎপল মন্ডল।সংস্থার সম্পাদক উৎপল মন্ডল জানান এই অভিযাত্রী দলের অন্যান্য সদস্যরা হলেন নারায়ন আগরওয়ালা,চন্দ্র নারায়ন সাহা,সান্তনু দেবগুপ্ত,পার্থ প্রতিম রায়,গৌর শঙ্কর মিত্র,দেবাশিস পাল,পকন সাহা,কৌশিক বিশ্বাস ও বিকাশ দাস।অভিযাত্রী দলের দলনেতা তাপস জোয়াদ্দার বলেন পাহাড়ী খরস্রোতা বরফগলা জলে পরিপূর্ন নদী পার হওয়া
ক্রিভার্স ভরা গ্রেসিয়ার ,স্লেট পাথরের ঝুঁকিপূর্ণ খাড়াই রাস্তা সবুজ ঘাসে ভরা জঙ্গলের পথ দিয়ে ৯০কিমি রাস্তা অতিক্রম করতে হবে ৭ দিনে। অভিযাত্রী দলের সদস্য সান্তনু দেবগুপ্ত বলেন হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির পিন নদীর উপত্যকা ও কুলু ভ্যালির পার্বতী নদীর উপত্যকা তিনটি পাস অতিক্রম করে এই দুর্গম পাসটিতে পৌঁছাতে হবে বকে সান্তনু বাবু জানান। এই অভিযাত্রী দলের নেতা তাপস জোয়াদ্দার বলেন এই দুর্গম পার্বতী পাসে প্রথম অভিযান হয় ১৮৪৮ সালেতারপর দীর্ঘ দিন বাদে আমরা এই অভিযানে যাবার সিদ্ধান্ত নিয়েছি।পথ বড় দুর্গম এ ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই।