দেশ সাধীন হয়েছে কিন্তু স্পপ্নের ভারত হয় নি আক্ষেপের সাথে জানালেন জেলার একমাত্র সাধীনতা সংগ্রামী মনিন্দ্র নাথ রায়
1 min read
তন্ময় চক্রবত্তী ;– দেশ সাধীন হয়েছে। কিন্তু স্পপ্নের ভারত? দেশের বতমান
পরিস্থিতিতে কা্যত হতাশ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মিলন পাড়ার বাসিন্দা তথা
জেলার একমাত্র সাধীনতা সংগ্রামী মনিন্দ্র নাথ রায়।
পরিস্থিতিতে কা্যত হতাশ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মিলন পাড়ার বাসিন্দা তথা
জেলার একমাত্র সাধীনতা সংগ্রামী মনিন্দ্র নাথ রায়।
পরাধীন ভারতে জেলাখাটা
তামপদকপ্রাপ্ত মনিন্দ্র বাবু বলেন এত মানুষের জীবনের বিনিময়ে দেশ সাধীন
হয়েছে। কিন্তু দেশের হাল এমন টা হবে ভাবিনি। অধুনা বাংলাদেশের পাবনা জেলার
বেড়া থানা এলাকায় ১৯২৩ সালে জন্মেছিলেন মনিন্দ্র বাবু।
তামপদকপ্রাপ্ত মনিন্দ্র বাবু বলেন এত মানুষের জীবনের বিনিময়ে দেশ সাধীন
হয়েছে। কিন্তু দেশের হাল এমন টা হবে ভাবিনি। অধুনা বাংলাদেশের পাবনা জেলার
বেড়া থানা এলাকায় ১৯২৩ সালে জন্মেছিলেন মনিন্দ্র বাবু।
বতমানে ছেলের সঙ্গে থাকেন
রায়গঞ্জে। ৪০ এর দশকে অবিভক্ত বাংলার অশাজপাড়া গাওয়ে বসে মুক্তির সপ্ন দেখতেন।
অষ্টম শ্রেনীতে উঠেই তার মুক্তির আন্দোলনের হাতে খড়ি। কিশোর অবস্থায় থেকে ই পরাধিন
ভারতবষকে সাধীন করার ইচ্ছে প্রবল ভাবে তার মধ্যে ছিল।
রায়গঞ্জে। ৪০ এর দশকে অবিভক্ত বাংলার অশাজপাড়া গাওয়ে বসে মুক্তির সপ্ন দেখতেন।
অষ্টম শ্রেনীতে উঠেই তার মুক্তির আন্দোলনের হাতে খড়ি। কিশোর অবস্থায় থেকে ই পরাধিন
ভারতবষকে সাধীন করার ইচ্ছে প্রবল ভাবে তার মধ্যে ছিল।
এমনকি আন্দোলনে আংশগ্রহন
কারী নেতাদের মিছিল অথবা সমাবেশ এ বক্রব্য শুনতে ছুটে গেছেন অনেকবার। সক্রিয় ভাবে
এই আন্দোলনের অংশগ্রহন প্রথম জীবনে না করলেও পরবতিতে তিনি সাধীনতার জন্য আন্দোলন
কারীদের খবড় আদানপ্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতেন।
কারী নেতাদের মিছিল অথবা সমাবেশ এ বক্রব্য শুনতে ছুটে গেছেন অনেকবার। সক্রিয় ভাবে
এই আন্দোলনের অংশগ্রহন প্রথম জীবনে না করলেও পরবতিতে তিনি সাধীনতার জন্য আন্দোলন
কারীদের খবড় আদানপ্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতেন।
এমন কি সাধীনতা
সংগ্রামিদের সঙ্গে যোগাযোগ থাকায় অভিযোগ জেলার বাইরে যাওয়ার উপড় তার উপড়
বিধিনিষেধ অরোপ করে ব্রিটিশ সরকার। এরপড় গান্ধীজির আদশে অনুপ্রনিত হয়ে সক্রিয়ভাবে
তিনি সাধীনতা অন্দোলনে অংশ গ্রহন করেন তৎকালিন বহু সংগ্রামীদের সঙ্গে তিনি
অংশ গ্রহন করেন সাধীনতা আন্দোলনে। ব্রিটিশের বিভিন্ন কাযকালাপের গোপন বহু তথ্য
তিনি পাচার করার অপরাধে একবার মনিন্দ্র বাবু ধরাও পড়ে জান ব্রিটিশ সরকারের
কাছে।
সংগ্রামিদের সঙ্গে যোগাযোগ থাকায় অভিযোগ জেলার বাইরে যাওয়ার উপড় তার উপড়
বিধিনিষেধ অরোপ করে ব্রিটিশ সরকার। এরপড় গান্ধীজির আদশে অনুপ্রনিত হয়ে সক্রিয়ভাবে
তিনি সাধীনতা অন্দোলনে অংশ গ্রহন করেন তৎকালিন বহু সংগ্রামীদের সঙ্গে তিনি
অংশ গ্রহন করেন সাধীনতা আন্দোলনে। ব্রিটিশের বিভিন্ন কাযকালাপের গোপন বহু তথ্য
তিনি পাচার করার অপরাধে একবার মনিন্দ্র বাবু ধরাও পড়ে জান ব্রিটিশ সরকারের
কাছে।
সেই দমদম জেলে বসেই তাকে মাধ্যেমিক পরিক্ষা দিতে হয়।এর পড় সাধের সাধীনতা
ভারতবর্ষ অজন করার পড় তিনি রায়গঞ্জে চলে আসেন এবং রায়গঞ্জে নবগঠিত পুরসভা গঠন হলে
সেই সময় পুরসভায় চাকরি পান তিনি। বত মানে তিনি সাধীনতা সংগ্রামিদের জন্য তিনি
নিয়মিত ভাতা পান।
ভারতবর্ষ অজন করার পড় তিনি রায়গঞ্জে চলে আসেন এবং রায়গঞ্জে নবগঠিত পুরসভা গঠন হলে
সেই সময় পুরসভায় চাকরি পান তিনি। বত মানে তিনি সাধীনতা সংগ্রামিদের জন্য তিনি
নিয়মিত ভাতা পান।