January 12, 2025

৭ লাখের বিল মেটালেন আকাশ চোপড়া

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রেস্তরাঁতে খেতে গিয়ে ৭ লাখের বিল মেটালেন আকাশ চোপড়া। আর সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হতবাক নেটদুনিয়া। কী করে একজন মানুষ এত পরিমাণ খাবার খেতে পারেন?‌ অনেকেই কিন্তু সেই নিয়ে প্রশ্ন তোলেন। শেষপর্যন্ত অবশ্য আসল ছবিটা সামনে আসে। আদতে ইন্দোনেশিয়ার একটি রেস্তরাঁতে খেতে গিয়েছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। আর ভারতীয় টাকার তুলনায় ইন্দোনেশিয়ার রুপিহার দাম অনেক কম। ভারতীয় মুদ্রায় ১ টাকা =  ২১০‌ ইন্দোনেশিয়ান রুপিহা।  অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৫০০ টাকার বিল মিটিয়েছেন আকাশ চোপড়া। ইন্দোনেশিয়ান রুপিহাতে যা কিনা প্রায় ৭ লক্ষের কাছাকাছি। প্রথমদিকে অবশ্য অনেকেই মজাটি বুঝতে পারেননি। কেউ কেউ আবার টুইট করেন, মুম্বইয়ের কার্টার রোডে খাবার খেতে গেলে এর থেকে বেশি দাম দিতে হয়। যদিও পরে সবাইকে টুইটে জবাব দেন আকাশ চোপড়া। এরপরই সবার ভুল ভাঙে।    


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *