জেলা প্রশাসন আয়োজিত কন্যাশ্রী দিবসে ছাত্রীদের শপথ বিবাহ নয়,শিক্ষা চাই-
1 min read
তপন চক্রবর্তী––মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্তরে পঞ্চম কন্যাশ্রী দিবস পালন করা হয় রায়গঞ্জ রবীন্দ্র ভবনে।উত্তর দিনাজপুর জেলায় কন্যাশ্রী দিবসে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রীদের শপথের স্লোগান ছিল বিবাহ নয় স8খা চাই।জেলা স্তরের কন্যাশ্রী দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলার পুলিশ সুপার অনুপ জয়সও
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
য়াল,রায়গঞ্জ পৌর সভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,জেলা অরিষধের সহ কারী সভাধিপতি পূর্ণেন্দু দে,অতিরিক্ত জেলা শাসক(ভূমি ওভূমিসংস্কার),অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) মহকুমা শাসক সহ জেলার আধিকারিক গন।অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের সন্মান জানানো হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});