January 12, 2025

যথাযথ মর্যাদায় সহকারে স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা তোলা হলো কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মধ্যরাতে

1 min read

শঙ্কর গুপ্তা   , তুফান 
মহন্ত ঃ
 
72 তম স্বাধীনতা দিবসের  সাধ এবার একটু অন্য রকম পেল দলনেত্রী মমতা
ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মীরা তাই আজ মধ্যরাতে সারা
রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের  দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা তোলা হলো অত্যন্ত
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ।

যেখানে  জাতীয় পতাকা তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক
অসীম ঘোষ এছাড়া দলীয় পতাকা তোলেন কালিয়াগঞ্জ তৃণমূলের সভাপতি কার্তিক চন্দ্র
পাল এবং তৃণমূলের ব্লক  সভাপতি  দধি মোহন দেবশর্মা ।

এদিন   প্রচুর
তৃণমূল কংগ্রেস নেতা ,কর্মী ও সমর্থকদের আনাগোনায় দলীয় কার্যালয়ে যেন বসেছিল
চাঁদের হাট। 

রাত্রি বারোটা  দুই মিনিট বাজার
সঙ্গে সঙ্গে  প্রথমে জাতীয় পতাকা পরে
দলীয় পতাকা তোলা হয়। এরপর তৃণমূলের কর্মী-সমর্থকরা একযোগে জাতীয় সংগীত পরিবেশন
করেন এরপর শুরু হয় আকাশে রং বেরংয়ের আতশ  বাজীর খেলা ।

 পরে এক সাক্ষাৎকারে তৃণমূলের রাজ্য
সম্পাদক অসীম ঘোষ  বলেন আর ধর্মের নামে
ভারতবর্ষকে তারা বিভাজিত  হতে দেবেন না তাই
নেত্রীর নির্দেশে সারা বাংলায় একযোগে সমস্ত তৃণমূল কংগ্রেস কার্যালয় জাতীয়
পতাকা উত্তোলনের মাধ্যমে সবাই মিলে শপথ নিলো আজ । 

 তিনি বলেন এই ভারতবর্ষে সব ধর্ম সব ভাষার মানুষেরা
 একসাথে  বসবাস করে । আগামীতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি
বজায় থাকে তার জন্য সবার কাছে তিনি আবেদন  করেন । 

 অন্যদিকে
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি  কার্তিক
চন্দ্র পাল বলেন
72 তম স্বাধীনতা
দিবসের অনুষ্ঠান সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জ এর দলীয় কার্যালয়ে  যথাযথ মর্যাদায় পালন করে তৃণমূল কংগ্রেস ।  তিনি বলেন এই স্বাধীনতা দিবসে তাদের একটাই
প্রার্থনা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে বাংলার উন্নয়ন  তাতে  আগামীতে যাতে  সোনার বাংলায় পরিণত হয় এই বাংলা এটাই  কামনা করে তারা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ এর সাথে সাথে রায়গঞ্জ মধ্যরাতে জাতীয় পতাকা তোলা   হয়  তৃণমূলের দলীয় কার্যালয়ে । সেখানেও দেখা যায়  প্রচুর  কর্মী  সমর্থকদের উপস্থিত যথাযথ  মর্যাদায়  সহকারে  স্বাধীনতা দিবসে  অনুষ্ঠান হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *