কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেস এর উদ্দ্যেগে রুগিদের মধ্যে ফলমুল ও মিষ্টি বিতোরন
1 min read
বিনোদ রুণ্টা ও শঙ্কর গুপ্তা ঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়গঞ্জ স্টেষ্ট জেলারেল হাসপাতালে কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেস এর উদ্দ্যেগে আজ স্বাধীনতা দিবসের দিন রুগিদের মধ্যে ফলমুল ও মিষ্টি বিতোরন করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রচন্ড রোদ কে উপেক্ষা করে শহরের তৃনমূল কংগ্রেস এর কর্মি এবং সমর্থকরা কালিয়াগঞ্জের পৌরপতি তথা টাউন তৃনমূল কংগ্রেস এর সভাপতি কার্তিক চন্দ্র পাল নেতৃত্বে হাসপাতালে যায় এবং ফলমুল মিষ্টি বিতোরন করেন ।এই অনুষ্টান কে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায় তৃনমূল কংগ্রেস এর কর্মি সমর্থকদের মধ্যে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্টানে অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যে তৃনমূল কংগ্রেস এর সম্পাদক অসীম ঘোষ তৃনমূল নেতা পিন্টু মদোক, রাজিব সাহা, অনির্বান চক্রবর্তী, এবং ৭ নাম্বার ওয়াডের কাউনসিলার বাবু দেব গুপ্ত সহ প্রমুখ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});