সারদাদেবী বি এড কলেজে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–বুধবার ৭২তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের সারদাদেবী বিএড এন্ড ডিএড কলেজের ছাত্রছাত্রীরা নানান ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।সারদা দেবী কলেজের সভাপতি অসীম ঘোষ কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর পর শুরু হয় ভারতের ৭২তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কলেজের ছাত্রছাত্রীরা একটি মনোজ্ঞ গীতি আলেখ্য পরিবেশন করেন।গীতি আলেখ্যর মূল ভূমিকায় ছিলেন বিএড কলেজের অধ্যাপিকাদ্বয় পিয়ালী চক্রবর্তী ও কুহেলি বিশ্বাস।কলেজের ছাত্রছাত্রীরাও আবৃত্তি,সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ এলাকার ব্যাপক মানুষের সমাগম হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বিএড কলেজের অধ্যাপিকা পিয়ালি চক্রবত্তী এবং প্রথম বর্ষের ছাত্রী পিয়া গুপ্তা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি দেবব্রত ঘোষ,দেবাশিস মজুমদার ও অরুন কুমার গুহ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});