January 12, 2025

চুরকা মুর্মুর আত্মবলিদান দিবস

1 min read

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)18ই আগস্ট :-প্রতি বছরের মতো এই বছরের 18ই আগস্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শহিদ চুরকা মুর্মুর আত্মবলিদান দিবস উদযাপনের মাধ্যমে তাঁকে স্মরন এবং তাঁর স্মৃতি চারনা করে তাঁর বীরত্বের গাঁথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরে।আজকের কার্যাক্রমে প্রচুর স্বয়ংসেবক,স্থানীয় নাগরিকবৃন্দ সহ চুরকা মুর্মুর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।বালুরঘাটের  চকরাম এলাকায় 1951সালের 2রা জুলাই কৃষক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন চুড়কা মুর্মু।

 ছোট থেকেই পড়াশুনার পাশাপাশি ভীষণ সাহসী ছিল সে ।  1971 সালের ঘটনা ,সে  সময় চলছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। সাত সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে চুড়কা দেখতে পায় গ্রামের লোকেরা গ্রাম ছেড়ে পালাচ্ছে,গ্রামবাসীদের কাছে সে পালানোর কারণ জানতে চাইলে তাঁরা জানান পাকিস্তানি খান সেনারা চকদুর্গা এলাকায় ঢুকে পড়েছে। সেই খবর শুনতে পেয়েই পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পে দৌড়ে গিয়ে খবর দেয় চুড়কা। পাকিস্তানী খান সেনার তুলনায় ভারতীয় সৈন্য   সংখ্যা কম থাকায়  নিজেই কাঁধে গোলাবারুদের বাক্স তুলে নিয়ে সেনা জওয়ানদের উৎসাহিত করেন চুড়কা,যাতে ভারতীয় গোলাবারুদ পাকিস্তানী সেনাদের হাত না লাগে l তাই সে গোলাবারুদ গুলিকে পুকুরে ফেলে দেয়। সেই সময় পা পিছলে পুকুরে চুরকা পরে যায় বলে জনশ্রুতি  এবং সেই শব্দ শুনতে পেয়ে পাকিস্তানী সেনারা তাকে গুলি করে খুন করে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *