January 12, 2025

প্রেমিকার বাসার সামনে ঘুরঘুর করার আগে হেলমেট পরুন

1 min read
মোটরসাইকেল চালানোর সময় হেলমেট তো পরতেই হবে। তা ছাড়া আরও যেসব ক্ষেত্রে হেলমেট পরা যায়, তার একটা দিক নির্দেশনামূলক লেখা হেলমেট পরে লিখে ফেল■ পেঁয়াজ কাটার সময় ব্যবহার করা যায়, চোখে জল আসবে না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


■ ক্রাশকে প্রেমের প্রস্তাব দেওয়ার সময় ব্যবহার করতে পারেন, আকস্মিক চড় থেকে বেঁচে যাবেন।■ প্রেমিকার বাসার সামনে ঘুরঘুর করার আগে হেলমেট পরুন, প্রেমিকার পরিবারের কেউ টের পাবে না।

■ ক্রিকেটের মতো ফুটবল খেলার সময়ও হেলমেট ব্যবহার করুন, হেড দিলে মাথায় আঘাত লাগবে না।
■ লজ্জার মাথা খেয়ে কিছু করতে চাইলেও হেলমেট পরুন, কেউ চিনবে না আপনি কে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *