সোমবার সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন না অনুব্রত! মেল করে জানালেন কারণ
1 min readসোমবার সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন না অনুব্রত! মেল করে জানালেন কারণ
গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই।সোমবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবারেও হাজিরা এড়িয়ে যাচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা। সূত্রের খবর, হাজিরা দেওয়ার আগেই অনুব্রত মণ্ডল মেল করে জানিয়ে দিয়েছেন তিনি হাজিরা দিতে পারবেন না। কারণ হিসেবে জানিয়েছেন, শরীর ভাল নেই তাঁর।অসুস্থতার কারণে চিকিৎসা চলছে। সেই কারণে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়ে নিয়েছেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর সোমবার এসএসকেএম-এ রুটিন চেকআপ আছে তৃণমূল নেতার তিনি সেখানে আসতে পারেন।
তবে চিকিৎসার কারণেই ওই দিন সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারবেন না বলেই জানিয়েছেন। অনুব্রতর আবেদনের ভিত্তিতে সিবিআই এখনও নিজেদের সিদ্ধান্ত জানায়নি। উল্লেখ্য এর আগেও একাধিকবার তলব করা হয়েছিল অনুব্রতকে। একবার তিনি হাজিরা দেওয়ার জন্য এসেছিলেন কলকাতায়। হাজিরার সকালে তাঁর ফ্ল্যাট থেকে গড়ি বেরোলেও, গাড়ির অভিমুখ ঘুরে গিয়েছিল সিবিআই দপ্তরের বদলে হাসপাতালের দিকে। জল্পনা ছিল, এবার তিনি কী করবেন তা নিয়েই। এবার ফের একবার অসুস্থতার কারণ দেখিয়ে তলব এড়ালেন তিনি। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন গ্রেপ্তার হয়েছেন সিবিআই-এর হাতে। অনুব্রত ঘনিষ্ঠদের একে একে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। তার মাঝেই অনুব্রত মণ্ডলের এই তলব এড়ানোর প্রসঙ্গে সিবিআই কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।