পুজোর আগেই বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। বাসিন্দাদের দোরগোড়ায়
1 min read
পুজোর আগেই বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। প্রাথমিক ভাবে সল্টলেক ও নিউ টাউনের বিভিন্ন আবাসনে মিলবে এই পরিষেবা। এর জন্য পাঁচটি বিশেষ গাড়িও কিনছে নিগম। এ ছাড়াও পাঁচটি বড় ডিপ ফ্রিজারও কেনা হবে। ১০টি গাড়িই সৌরবিদ্যুতে চলবে।
আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে গাড়িগুলি কিনছে নিগম। জানা গিয়েছে, সল্টলেক ও নিউ টাউনে বিভিন্ন আবাসনে মাছের বড় গাড়ি নিয়ে যেতে অসুবিধা হয়। এ বার এই ছোট গাড়িগুলি একেবারে বাসিন্দাদের দোরগোড়ায় পৌঁছে যেতে পারবে, জানাচ্ছেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সৌম্যজিৎ দাস। ছোট ভ্যানের মতো দেখতে ব্যাটারি চালিত গাড়ির ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। ভিতরে থাকছে ২০০ লিটারের ফ্রিজার। পুজোর আগেই চালু হবে পরিষেবা।
এ ছাড়াও খোকা ইলিশ ধরা ঠেকাতে টাস্ক ফোর্স গঠন করবে নিগম। শনিবার এক আলোচনায় এমন কথাই উঠে এসেছে। যদিও মৎস্য দপ্তর থেকে ইতিপূর্বেই দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। তবে ছোট ইলিশ ধরা ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ, মাছ ব্যবসায়ী এবং মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার থেকে নলবন ফুডপার্কে ‘ইলিশ এবং চিংড়ির লড়াই’ নামে খাদ্য উৎসব শুরু করেছে নিগম। চলবে আজ, রবিবার পর্যন্ত। সেখানে শনিবার এক সেমিনারের আয়োজন করা হয়। তার প্রথমার্ধে ‘খোকা ইলিশের সংরক্ষণ’ এবং দ্বিতীয়ার্ধে ‘ইলিশ ও চিংড়ির বাণিজ্য’ নিয়ে আলোচনা হয়। হাজির ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার চম্পক ভট্টাচার্য, মৎস্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর সৌম্যজিৎ দাস-সহ অন্য আধিকারিক এবং মাছ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা
এই সময়: পুজোর আগেই বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। প্রাথমিক ভাবে সল্টলেক ও নিউ টাউনের বিভিন্ন আবাসনে মিলবে এই পরিষেবা। এর জন্য পাঁচটি বিশেষ গাড়িও কিনছে নিগম। এ ছাড়াও পাঁচটি বড় ডিপ ফ্রিজারও কেনা হবে। ১০টি গাড়িই সৌরবিদ্যুতে চলবে।
আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে গাড়িগুলি কিনছে নিগম। জানা গিয়েছে, সল্টলেক ও নিউ টাউনে বিভিন্ন আবাসনে মাছের বড় গাড়ি নিয়ে যেতে অসুবিধা হয়। এ বার এই ছোট গাড়িগুলি একেবারে বাসিন্দাদের দোরগোড়ায় পৌঁছে যেতে পারবে, জানাচ্ছেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সৌম্যজিৎ দাস। ছোট ভ্যানের মতো দেখতে ব্যাটারি চালিত গাড়ির ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। ভিতরে থাকছে ২০০ লিটারের ফ্রিজার। পুজোর আগেই চালু হবে পরিষেবা।
এ ছাড়াও খোকা ইলিশ ধরা ঠেকাতে টাস্ক ফোর্স গঠন করবে নিগম। শনিবার এক আলোচনায় এমন কথাই উঠে এসেছে। যদিও মৎস্য দপ্তর থেকে ইতিপূর্বেই দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। তবে ছোট ইলিশ ধরা ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ, মাছ ব্যবসায়ী এবং মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার থেকে নলবন ফুডপার্কে ‘ইলিশ এবং চিংড়ির লড়াই’ নামে খাদ্য উৎসব শুরু করেছে নিগম। চলবে আজ, রবিবার পর্যন্ত। সেখানে শনিবার এক সেমিনারের আয়োজন করা হয়। তার প্রথমার্ধে ‘খোকা ইলিশের সংরক্ষণ’ এবং দ্বিতীয়ার্ধে ‘ইলিশ ও চিংড়ির বাণিজ্য’ নিয়ে আলোচনা হয়। হাজির ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার চম্পক ভট্টাচার্য, মৎস্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর সৌম্যজিৎ দাস-সহ অন্য আধিকারিক এবং মাছ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});