October 10, 2024

ডালিমগাওয়ে তিন দিনের আবাসিক খো খো কোচিং ক্যাম্প

1 min read

ডালিমগাওয়ে তিন দিনের আবাসিক খো খো কোচিং ক্যাম্প

তপন চক্রবর্তী,৩১জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিম গাও উচ্চ বিদ্যালয়ে তিন দিনের একটি আবাসিক খোখো কোচিং ক্যাম্পের সূচনা হয় রবিবার থেকে। আবাসিক কোচিং ক্যাম্পটি চলবে আগামী ২ রা আগস্ট পর্যন্ত।উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস বলেন গত শনিবার হেমতাবাদের দুধন্ডা আলোক তীর্থ বিদ্যাপীঠে জেলার অনূর্ধ্ব ১৪ খোকো প্রতিযোগিতা থেকে মোট ৪০ জন খো খো প্রতি যোগীদের বেছে নেওয়া হয়েছে।

 

যেখানে পুরুষ ও মহিলা উভয়ই আছে। এই অনুর্ধ ১৪ খো খো প্রতিযোগীরা দুধন্ডা আলোক তীর্থ,ডালিমগাও উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর মহিমচন্দ্র, কানকি এবং রাধিকাপুর উচ্চ বিদ্যালয় থেকে সুযোগ পেয়েছে বলে জানালেন

 

সংগঠনের সাধারণ সম্পাদক বরুন দাস। তিনি আরো জানান তিনদিনের এই খো খো আবাসিক কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ দিতে এসেছেন কলকাতা থেকে বিশিষ্ট খো খো কোচ কৃষ্ণ রঞ্জন চক্রবর্তী।তিনদিন ধরে ৪০ জন খো খো খেলোয়াড়দের আবাসিক কোচিং ক্যাম্পের সুযোগ করে দেওয়ায় ডালিম গাও উচ্চ বিদ্যালয় কে সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে।

1 thought on “ডালিমগাওয়ে তিন দিনের আবাসিক খো খো কোচিং ক্যাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *