আলতাপুরে দুদিনব্যাপি বাউল উৎসব
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর-উত্তর দিনাজপুর জেলার করণ দীঘি ব্লকের আলতাপুরে শনি পূজা উপলক্ষে দুইদিনব্যাপী বিরাট বাউল উৎসব অনুষ্ঠিত হয় গত রবিবার ও সোমবার।বাউল উৎসবের সভাপতি আনন্দ সরকার বলেন এই বাউল উৎসবে বিশিষ্ট শিল্পিদের মধ্যে উপস্থিত ছিলেন বাউল লক্ষণ গুন,মিনতি পাল,রিনা রায়,উত্তম মাহাতো ও সুজন মালি।দুইদিনের এই বাউল উৎসবকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের ভিড় হয় ।বিশিষ্ট বাউল শিল্পী লক্ষণ গুন বলেন আগে বাউল সঙ্গীতকে মানুষ গুরুত্ব দিতে চাইতো না।কিন্তু দিন যত যাচ্ছে বাউল সঙ্গীতের শ্রোতার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।এতে আমরা বাউল শিল্পীরাও উৎসাহিত হচ্ছি।তাছাড়া বর্তমান রাজ্য সরকার বাউল শিল্পীদের মাসিক ভাতা দেবার ফলে আমরা ভীষণ ভাবে উপকৃত হচ্ছি। আমরা আর্থিক দিক থেকে অনেকটাই নিশ্চিন্ত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});