December 23, 2024

দুর্ঘটনার কবলে খুদে পড়ুয়াদের ভ্যান, আহত ৯ পড়ুয়া সহ ১১ জন

1 min read

দুর্ঘটনার কবলে খুদে পড়ুয়াদের ভ্যান, আহত ৯ পড়ুয়া সহ ১১ জন

জয়দেব গোপ চোপড়া  দুর্ঘটনার কবলে খুদে পড়ুয়াদের ভ্যান, আহত ৯ পড়ুয়া সহ ১১ জন। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চোপড়া জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল আনুমানিক আটটা নাগাদ চোপড়া থেকে বেশ কয়েকজন পড়ুয়াকে নিয়ে দার্জিলিং জেলার বিধান নগরের সেন্ট পলস ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার পথে তিন মাইল সংলগ্ন এলাকায় একটি লরির পিছনে ধাক্কা মারে পড়ুয়াদের মারুতি অমনি ভ্যান। এই ঘটনায় চালক কেয়ারটেকার সহ ৯ খুদে পড়ুয়া আহত হয়।

 

এদের মধ্যে চালক কেয়ারটেকার এবং তিনজন পড়ুয়া গুরুতর জখম হয়। তাদের চোপড়া দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তার তদন্ত নেমেছে চোপড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *