December 22, 2024

‘আমি যা বইয়ের রয়্যালটি পাই, অনেকেই পায় না’, নজরুল মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read

‘আমি যা বইয়ের রয়্যালটি পাই, অনেকেই পায় না’, নজরুল মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 অর্পিতা কাণ্ডে তাঁকে জড়িয়েছে সিপিএম ও বিজেপি, এমনই অভিযোগ তুলে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি-সহ এই সব অভিযোগে তাঁকে জড়িয়ে যে লাভ নেই, সে কথা সোমবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি কারও পয়সায় খাই না। এমনকী রেল মন্ত্রী যখন ছিলাম, তখন আমি নিজের পয়সায় চা খেতাম। এখনও সার্কিট হাউজে গিয়ে থাকলে আমি নিজের পয়সায় থাকি। এখন যদি প্রশ্ন করেন, আপনি পয়সা কোথায় পান, আপনি তো বেতন নেন না। আরে আমি বই লিখি, আমি পরিশ্রম করে উপার্জন করি। আমার ১২০টা বইটা বেরিয়ে গিয়েছে। আমি গানে সুর দি, সেখান থেকে আমি রয়্যালটি পাই। আজকে শিল্পীদের উপার্জন কী। লেখা থেকে উপার্জন, গান থেকে উপার্জন, বই থেকে উপার্জন। আমি যা বইয়ের রয়্যালটি পাই, অনেকেই পায় না। কারণ আমার অনেকগুলো বই বেস্টসেলার।

তাতেও আমি কর জমা করি। কই আমি তো কাউকে নিযে কাটা-ছেড়া করি না। আপনারা যে অন্যায় করেছে, তাঁকে হাজারবার বলুন, আমার তাতে যায় আসে না। কিন্তু আমি মিডিয়া ট্রায়াল করব না। আমি এখনও জানি না এর মধ্যে কী কী ভূত আছে।’’এর আগে মমতা বলেন, ‘‘কেউ কেউ কালকের একটা ঘটনা নিয়ে, একটা মহিলা ঘটিত ব্যপারে, মেয়েদের আমি সম্মান করি, সবাই তো সমান নয়। তার বাড়ি থেকে টাকা উদ্ধার করেছে। এটা বিচারের ব্যাপার, বিচারাধীন বলে আমি কোনও মন্তব্য করব না। সত্যি বিচারে কেউ যদি দোষি প্রমাণিত হয়, তা হলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আমি কিছু মনে করব না। কিন্তু বলতে পারেন, কেন আমার ছবি দিয়ে, টাকার পাহাড় দেখিয়ে যে প্রচার করেছে সিপিএম আর বিজেপি, আমি যদি আর রাজনীতি না করতাম জিভটা কেটে ফেলতে পারতাম।’’এ ছাড়া এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও অবশ্য দুর্নীতি নিয়ে নিজের এবং দলের কড়া অবস্থানের মনোভাবই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিলেন, দুর্নীতিতে জড়ালে বা সেই অভিযোগ প্রমাণিত হলে কোনও মন্ত্রীকেও ছাড় দেবেন না তিনি৷ নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে মমতা বলেন, ‘কেউ চোর ডাকাত হলে তৃণমূল কেয়ার করে না৷ আমি নিজের অনেক ছেলেদেরও অ্যারেস্ট করিয়েছি৷ এমএলএ, এমপি, মিনিস্টার- অন্যায় করলে আমি কাউকে রেয়াত করি না৷’

6 thoughts on “‘আমি যা বইয়ের রয়্যালটি পাই, অনেকেই পায় না’, নজরুল মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *