January 12, 2025

অবশেশে বিজেপি ত্রিশঙ্কু মালগাঁও গ্রাম পঞ্চায়েতের দখল নিল কংগ্রেসের সমর্থনে

1 min read

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–অবশেষ নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১০নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে কংগ্রেস জোটের সমর্থন নিয়ে বিজেপি মালগাঁও গ্রাম পঞ্চায়েতটি নিজেদের দখলে নিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা যায় গত পঞ্চায়েত নির্বাচনে মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মোট ১৯টি আসনের মধ্যে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি আসন দখল করে ৭টি আসন।শাসক তৃণমূলের দখলে যায়৫টি আসন।কংগ্রেস-জোটের দখলে যায় ৫টি আসন ও নির্দল প্রার্থীরা ২টি আসন দখল করে।মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল নিতে ম্যাজিক ফিগার প্ৰয়োজন ১০টি আসনের।সেখানে কংগ্রেস জোটের মোট ৫টি আসন বিজেপি পাওয়ায় বিজেপি ম্যাজিক ফিগার থেকেও আরো ২টি আসন বেশি পেয়ে মালগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পান বিজেপির কলাবতী রায় এবং উপ-প্রধানের দায়িত্ব পান কংগ্রেসের গৌতম বর্মন।
জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের ৮গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসকে গোহারা হারিয়ে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় ৪টি গ্রাম পঞ্চায়েতে।শাসক তৃণমূল মাত্র ১টি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পায়।বাঁকি ৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে(১০)নম্বর মালগাঁও, (৩)নম্বর রাধিকাপুর ও (৮)নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু অবস্থার সৃষ্টি হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বৃহস্পতিবার ৩টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের একটি মালগাঁও বিজেপি নিজেদের দখলে নিয়ে নিতে সমর্থ হল।বর্তমানে বিজেপির দখলে যাওয়া গ্রাম পঞ্চায়েতের সংখ্যা দাঁড়ালো ৮টির মধ্যে ৫টিতে।এই ৫টি গ্রাম পঞ্চায়েত হল (১)নম্বর অনন্তপুর,(২)নম্বর ধনকোল(৭)নম্বর ভান্ডার (৯)নম্বর বরুনা ও (১০)নম্বর মালগাঁও।পঞ্চায়েতের বোর্ডএ গঠনে নতুন সমীকরণ বিজেপির সাথে কংগ্রেসের হওয়ায় শাসক তৃণমূল কংগ্রেসের আগামী লোকসভা নির্বাচনের পূর্বে যে কপালে সরু ভাঁজ পড়তে শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।প্রকাশ, আগামী ২৮শে আগস্ট পর্যন্ত কালিয়াগঞ্জ ব্লকে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া চলবে।বিজেপি নেতা নিমাই কবিরাজ,রানা প্রতাপ ঘোষ বলেন কালিয়াগঞ্জ ব্লকের পঞ্চায়েত নির্বাচনের এই জয় প্রকৃতক্ষেই মানুষ যা চেয়েছিল তার ফসল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *