January 11, 2025

কালিয়াগঞ্জের জীবন বীমা শাখার ২৬তম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে উদযাপন

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-শুক্রবার ছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ  শহরের জীবন বীমা শাখার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস।এই ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয় জীবন বীমা শাখার  কালিয়াগঞ্জের শাখা প্রবন্ধক প্রশান্ত পালের প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে জীবন বীমা শাখার প্রবন্ধক প্রশান্ত পাল,সহকারী প্রবন্ধক সঞ্জিত গাঙ্গুলী,কালিয়াগঞ্জ জীবন বীমা শাখার আধিকারিক সান্তনু বিশ্বাস সহ অপর আধিকারিকবৃন্দ কালিয়াগঞ্জ শাখার গ্রাহকগনের ও এজেন্ট গনের সহযোগিতায় শাখার  ব্যাপক অগ্রগতির কথা তুলে ধরেন।স্থানীয় এজেন্টগন ও বেশ কয়েকজন গ্রাহকও এই অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন।কালিয়াগঞ্জ শাখার ২৬তম বর্ষ উপলক্ষে জীবন বীমার অফিসকে আকর্ষণীয় ভাবে সাজিয়ে তোলা হয়েছে বলে জানা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *