রাখী বন্ধন উৎসব Dyfi ও sfi চোপড়া দক্ষিন লোকাল কমিটি উদ্যোগে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুতাহার কামাল:- চোপড়া,২৬আগস্ট: উওর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে আজ বিপুল উৎসাহে সাথে Dyfi ও sfi চোপড়া দক্ষিন লোকাল কমিটি উদ্যোগে উদযাপিত হল সার্বজনীন রাখী বন্ধন উৎসব।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকাল সকাল ৯.৩০ টায় দাসপাড়া থেকে লালবাজার মোর এলাকায় সকল ব্যবসায়ী পথচারী নাগরিকবৃন্দের হাতে রাখী পরিয়ে সম্প্রীতির এক বাতাবরণ সৃষ্টি করা হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dyfi জেলা কমিটির সহ-সভাপতি বিদ্যুৎতরাফদার , লোকাল সম্পাদক আনসার আলী , Sfi জেলা কমিটির সদ্যস মুতাহার কামাল সহ অন্যান্য ছাএ যুবরা । সবমিলিয়ে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});