ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েওম নম শিবায় জপ সেবা সমিতির শিব বন্দনা-
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী রবিবার সন্ধ্যায় মহাসমারোহে কালিয়াগঞ্জ হনুমান ভবনে কালিয়াগঞ্জ ওম নম শিবায় জপ সেবা সমিতির উদ্দ্যগে অনুষ্ঠিত হল ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে শিব বন্দনার সাংষ্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে সংস্থার সদস্য শিব নৃত্য পরিবেশন করে সবাইকে ভীষণভাবে আনন্দ দান করেন।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওম নম খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভূপেন্দ্র মোহন ঝাঁ ও নরেন্দ্র ঝাঁ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল,সংস্থার সম্পাদক রাধেশ্যাম তাপরিয়া, ভিমরাজ জৈন,মোহন মহেশ্বরী,বাবুলাল মাঙ্গিলাল সহ বিশিষ্ট ব্যক্তিগণ।অনুষ্ঠানে মারওয়ারী সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পরার মত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে বাঙালি ও বিহারী সম্প্রদায়ের প্রচুর মানুষ অংশগ্রহণ করে।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হনুমান ভবনকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});