January 11, 2025

শান্তিপূর্ণ ভাবেই শেষ হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন

1 min read
কমল কুমার বিশ্বাস, কুমারগঞ্জ,28শে আগস্ট :-শান্তিপূর্ণ ভাবেই শেষ হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার গ্রাম পঞ্চায়েত  বোর্ড গঠন প্রক্রিয়া l আজ পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া উপলক্ষে  পুলিশি বন্দোবস্ত ছিল চোখে পরার মতো l সকাল থেকেই জেলার কুমারগঞ্জ ,বালুরঘাট ,তপন ও  হিলি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জমায়েত হন l  প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ চোদ্দটি পঞ্চায়েত বিজেপি ও তার সহযোগীরা দখল করে l বাকি পঞ্চায়েত গুলি যায় শাসক দল তৃণমূলের পক্ষে l

 জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর পঞ্চায়েতের প্রধান হন তৃণমূল সদস্য রাজকুমার রায়,সমঝিয়া পঞ্চায়েতের প্রধান হন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী জৈনুর বিবি ,জখিরপুর পঞ্চায়েতের প্রধান হন তৃণমূল প্রার্থী শ্যামলাল মার্ডি,রামকৃষ্ণপুর পঞ্চায়েতের প্রধান হন তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা সিংহরায় ,ভৌর পঞ্চায়েতের প্রধান হন তৃণমূল প্রার্থী  দুলালী কেরকাটা,দিওর পঞ্চায়েতের প্রধান হন তৃণমূল প্রার্থী অঞ্জলি টিগ্গা,মোহনা পঞ্চায়েতের প্রধান হন বিজেপি প্রার্থী লক্ষী ঘোষ দাস ,বটুন পঞ্চায়েতের প্রধান হন বিজেপি প্রার্থী প্রশান্ত চৌধুরী l সূত্র মারফত তথ্য অনুযায়ী জেলার মোট্ 64 টি গ্রাম পঞ্চায়েত প্রধানের মধ্যে বেশিরভাগ পঞ্চায়েতই তৃণমূল এর দখলে যায় ,  বিজেপি ও তার সহযোগীরা  17 টি প্রধান পদ পায় l বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মানস সরকার জানান জেলার 64 টি প্রধান পদের মধ্যে বিজেপি ও তার সহযোগীরা মিলিত ভাবে 17টি প্রধান পদ দখল করে l বিজেপি ও সঙ্গীদের দখলে :-

1)কুসুমন্ডি নো -4
2)আকচা 
3)ব্রজবল্লভপুর  
4)বোল্লা
5)পতিরাম
6)নাজিরপুর
7)গোপালবাটি
8)চকভৃগু
9)অমৃতখণ্ড
10)চিঙ্গিশপুর
11)ডাঙ্গা
12)বিনশিরা
13)মালঞ্চা

14)রাম চন্দ্রপুর  
15)বটুন
16)মোহনা
17)সমঝিয়া
সর্বমোট :- 17টি গ্ৰাম পঞ্চায়েতবাকি পঞ্চায়েত গুলি শাসক দল তৃণমূলের দখলে যায় lপঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়ায় একটি বিষয় স্পষ্টত প্রতীয়মান হলো যে একদা বাম দুর্গ বলে পরিচিত দক্ষিণ দিনাজপুরে তারা আজ প্যারাসাইট এ পরিণত l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *