ডাউক নদীর খুজালু গছ ব্রিজের বেহাল দশা , শীঘ্রই মেরামতের দাবী এলাকাবাসীর
1 min readডাউক নদীর খুজালু গছ ব্রিজের বেহাল দশা , শীঘ্রই মেরামতের দাবী এলাকাবাসীর
জয়দেব গোপ,চোপড়া:- দীর্ঘ প্রায় এক দশক ধরে ব্রিজের কংক্রিট উঠে বেরিয়ে পড়েছে রড । গোটা ব্রিজের উপর পরিণত হয়েছে গর্ত । ভারি বৃষ্টির কারণে জল জমে একাকার । যার কারণে বোঝার কোন উপায় নেই কোন দিকে ভাল , আর কোনদিকে গর্ত ?
এমতাবস্থায় বিরাট ঝুঁকি নিয়ে যাতায়াত করছে , বাইক , টোটো এবং ছোট গাড়ি গুলি ।বেশ কয়েকবার টোটো উল্টে গিয়ে জখম হয় টোটো চালক ও যাত্রীরা ।স্থানীয় বাসিন্দারা জানান ,দীর্ঘ প্রায় এক দশক ধরে কাঁচাকালী দাসপাড়া ভায়া চুয়াগাড়ি চৌরঙ্গী মোড় রুটের একমাত্র ডাউক নদীর উপর অবস্থিত খুজালু গছ ব্রিজ টির ঢালাইয়ের কংক্রিট উঠে গিয়ে বেশ কয়েক জায়গায় রড বেরিয়ে গিয়েছে ।
মেরামতের দাবী জানিয়েও সংশ্লিষ্ট দপ্তর কোন ভ্রুক্ষেপ না করায় ঝুঁকির সেতুতে পরিণত হয়েছে। সব চাইতে সমস্যা বর্ষার জল জমে যাওয়ায়। তাই এলাকাবাসীর দাবী , এলাকাবাসীর সুরক্ষার স্বার্থে শীঘ্রই মেরামত করা হোক চোপড়া এলাকার খুজালু গছ ডাউক ব্রিজ।