জেলার আই এন টি টি ইউ সি র সভাপতি শেখর দাসের বিরুদ্ধে এখনই থানায় লিখিত অভিযোগ দায়ের করছিনা বললেন তৃণমূল নেতা শুভজিৎ সরকার
1 min readজেলার আই এন টি টি ইউ সি র সভাপতি শেখর দাসের বিরুদ্ধে এখনই থানায় লিখিত অভিযোগ দায়ের করছিনা বললেন তৃণমূল নেতা শুভজিৎ সরকার
তন্ময় চক্রবর্তী।।।দলের প্রতি আমার পূর্ন আস্থা আছে তাই এখন ই আমি বা আমার পরিবার উত্তর দিনাজপুর জেলার আই এন টি টি ইউ সি র সভাপতি শেখর দাসের বিরুদ্ধে লিখিত ভাবে থানায় অভিযোগ করছি না ।
আজ কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে বসে এমন ই কথা বললেন কালিয়াগঞ্জ এর তৃণমূলের নেতা শুভজিৎ সরকার । তিনি বলেন যেভাবে জেলার আই এন টি টি ইউ সি র সভাপতি শেখর দাস আমার ও আমার পরিবারের সঙ্গে অসভ্য আচরণ করেছেন তা খুবই নিন্দা জনক ঘটনা। আমি সমস্ত ঘটনায় জেলা তৃণমূল নেতৃত্ব কে জানিয়েছি তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। আমার আশা আমি এর সঠিক বিচার পাব। সুভজিত বাবু আরো বলেন আমি এখনই থানায় শেখর দাস এর বিরুদ্ধে অভিযোগ করছি না কারণ একটাই আমি মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস করি। তাই তৃণমূল কংগ্রেসের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে আমি এর সঠিক বিচার পাব।