কার্তিক পাল এর হাতে তৈরি মাটির টব যাচ্ছে উত্তরপ্রদেশে। দাম মিলছে ভালোই।
1 min readকার্তিক পাল এর হাতে তৈরি মাটির টব যাচ্ছে উত্তরপ্রদেশে। দাম মিলছে ভালোই।
তনময় চক্রবর্তী।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী পালপাড়ার মৃৎশিল্পী কাত্তিক পাল এর হাতে তৈরি মাটির টব এখন যাচ্ছে যোগীর রাজ্যে উত্তরপ্রদেশের। মিলছে ভালো দাম ও। শাহরুখ ভাবে হাসি ফুটেছে মৃৎশিল্পী কার্তিক পাল সহ অন্যান্য শিল্পীদের।শিল্পীরা এখন ব্যস্ত মাটির টব তৈরি করতে ।মাটির টপ তৈরি করে মাঠেই শুকানো হচ্ছে। মিলছে ভালো দাম ও।জানা যায় বংশীহারী পালপাড়ার মৃৎশিল্পী কাত্তিক পাল বংশপরম্পরায় বহুদিন ধরে যুক্ত মাটির কাদের সঙ্গে। এছাড়া এখানে যুক্ত রয়েছে বহুৎ শিল্পী।
এখানে ঘরে ঘরে তৈরি হয় মাটির তৈরি টব। মাটির টব বিক্রি করে এখানকার মৃৎশিল্পীদের সংসার নির্বাহ হয়। জেলায় তো বটেই ভিন রাজ্যের টপ বিক্রির জন্য যায়। তবে করণা আবহে ভিন রাজ্যের টব রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এদিন চরম ক্ষতির মুখে পড়েছিলেন তারা। বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই দিনরাত এক করে তৈরিতে মেতে উঠেছেন মৃৎশিল্পীরা। বংশীহারী পালপাড়ার মৃৎশিল্পী কাত্তিক পাল বলেন বংশপরম্পরায় আমরা মাটির তৈরি করছি আমাদের পাড়া গ্রামের প্রায় প্রতিটি পরিবারে টপ তৈরি করে জীবিকা নির্বাহ করে। তবে করোনায় টব রপ্তানি করা যায়নি। আমরা খুব কষ্টে দিন কাটিয়েছি সম্প্রতি পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে আমরা আবার আগের মতন করে টপ রপ্তানি করছি উত্তরপ্রদেশে। আমি এলাহাবাদে এক-দেড় মাস অন্তর নৈবর্তিক টপ নিয়ে গিয়ে বিক্রি করছি। ভালই লাভ হচ্ছে। তিনি বলেন আকার অনুযায়ী প্রতি 30 টাকা থেকে 150 টাকা দাম পাই। তাই এখন নাওয়া-খাওয়া ভুলে টব তৈরিতে মেতে উঠেছি।