ক্ষেপা কুকুরের আতঙ্কে ভুগছে ঘাটাল বাসী!
1 min readক্ষেপা কুকুরের আতঙ্কে ভুগছে ঘাটাল বাসী!
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। ঘাটাল ব্লকের বিভিন্ন গ্রামে ক্ষেপা কুকুরের আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। ঘাটালের মুল গ্রামে ইতিমধ্যেই ২ ই বাচ্চা সহ মোট পাঁচ জন কুকুরের কামড়ে আহত। পাশের গ্রাম ধর্মপুর সেখানে মোট ১৬ জন কুকুরের কামড়ে আহত।
তার পাশের গ্রাম মান্দারিয়া সেখানেও এখন পর্যন্ত একটি বাচ্চা সহ চার জন আহত হয়েছে।কুকুরের কামড়ে আহত পেসেন্ট কিছু ঘাটাল মহকুমা হাসপাতালে আর কিছু বীরসিংহ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পৌঁছেছেন। সকল পেসেন্ট কে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ একটি করে ইনজেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কাল সকাল ১১ টাই প্রত্যেক কে প্রধানের একটি সার্টিফিকেট নিয়ে হাসপাতালে অতি অবশ্যই আসতে বলেন ডাক্তার বাবু।ক্ষেপা কুকুরের সংখ্যা একটি না বেশিকয়েকটি তা এখন পর্যন্ত সঠিক ভাবে কেউ বলতে পারছে না।আহতের সংখ্যা বেশীও হতে পারে। এখন পাশ্ববর্তী গ্রামের সাধারণ মানুষ খুবই দুশ্চিন্তায় রয়েছেন। এখন পর্যন্ত মুলগ্রাম, ধর্মপুর ও মান্দারিয়া থেকে পেসেন্ট হাসপাতালে এসে পৌঁছেছেন।