October 4, 2024

দার্জিলিং এর মতোই এবার কুশমন্ডি ব্লকে আসলে মন কারবে সকলের।

1 min read

দার্জিলিং এর মতোই এবার কুশমন্ডি ব্লকে আসলে মন কারবে সকলের।

কুসুমন্ডি থেকে লোকনাথ সরকার রিপোর্ট  দার্জিলিং পর্যটক প্রেমিদের মন জয় করে আই লাভ দার্জিলিং। দার্জিলিং এর মতোই এবার কুশমন্ডি ব্লকে আসলে মন কারবে সকলের। কুশমন্ডিকে সৌন্দর্যায়ন করে গড়ে তুলতে, কুশমন্ডি থানা সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে “আই লাভ কুশমন্ডি” ফলকের উন্মোচন হলো।

রবিবার সন্ধ্যায় “আই লাভ কুশমন্ডি” ফলকের উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলার এসপি রাহুল দে। এদিন “আই লাভ কুশমন্ডি” ফলক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার এসপি রাহুল দে, এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য, কুশমন্ডি থানার আইসি তপন পাল, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, বিডিও অমরজ্যোতি সরকার, জয়েন্ট বিডিও রোহন বিশ্বকর্মা সহ, আরো বিশিষ্ট জনেরা। এবার কুশমন্ডি শহরে পা রাখলেই সকলে দেখতে পাবেন “আই লাভ কুশমন্ডি” ফলকটি। দক্ষিণ দিনাজপুর জেলার এসপি রাহুল দে বলেন। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে কুশমন্ডি ব্লকর নাম সব সময় এগিয়ে। কুশমন্ডির মাটিতে “আই লাভ কুশমন্ডি” ফলকটি পেয়ে। কুশমন্ডিবাসী খুব খুশি এটুকু আশা রাখি। বিডিও অমরজ্যোতি সরকার বলেন। দার্জিলিং, মালদার মতো বড়ো শহরে ছিলো এই ফলকটি। আজ আমরা কুশমন্ডির বুকে “আই লাভ কুশমন্ডি” ফলকটির শুভ উন্মোচন করতে পারলাম। আগামীতে কুশমন্ডি মাটিতে সুন্দর্যায়ন করতে আরো বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *