December 12, 2024

মানসিক অবসাদে আত্মঘাতী কিশোরী-

1 min read

মানসিক অবসাদে আত্মঘাতী কিশোরী-

নিঃস্ব সংবাদদাতা করনদীঘি) মানসিক অবসাদের আত্মঘাতী কিশোরী।ঘটনাটি ঘটেছে করণদিঘী থানার গা করনদিঘী ২ নং গ্রাম পঞ্চায়েতের সাধনপুর গ্রামে। মৃতের নাম তুলন সিংহ, বয়স আনুমানিক (২২) বছর । রায়গঞ্জে একটা বেসরকারি নার্সিং হোমে নার্সের কাজ করত ।

বিগত ছয় বছর সেখানে কাজ করলেও ছয় মাস থেকে কাজ বন্ধ ছিল।সুত্রে জানা গিয়েছে আজকে ভোর রাতে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা । খবর দেওয়া হয় করনদিঘী থানার পুলিশকে । পুলিশ দেহটি উদ্ধার করে করনদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মত খাওয়াদাওয়া করে রাতে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে । কি কারনে আত্মঘাতী হল তদন্তে নেমেছে করনদিঘী থানার পুলিশ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *