ডি ওয়াই এফ্ আয়ের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে কালিয়াগঞ্জে মিছিল
1 min readডি ওয়াই এফ্ আয়ের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে কালিয়াগঞ্জে মিছিল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮মে:ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটি একটি বর্ণাঢ্য মিছিল বের করে।মিছিলটি কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র সুকান্ত মোড় থেকে বেরিয়ে
কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সুকান্ত মোড়ে গিয়ে তার সমাপ্তি ঘোষনা করে।মিছিলের দাবি ছিল অবিলম্বে যোগ্য বেকার যুবক যুবতীদের চাকরি দিতে হবে। শিক্ষক নিয়োগের দুর্নীতির সাথে যেসমস্ত আমলা থেকে মন্ত্রী যুক্ত আছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।