শাসকদলের হত্যা লীলায় মেতে উঠার প্রতিবাদে কালিয়াগঞ্জে বি জে পির বিক্ষোভ মিছিল-
1 min readশাসকদলের হত্যা লীলায় মেতে উঠার প্রতিবাদে কালিয়াগঞ্জে বি জে পির বিক্ষোভ মিছিল-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৮ মে: সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলায় শাসক দল যে ভাবে একের পর এক বেছে বেছে বিজেপি দলের নেতাদের জীবনহানী ঘটিয়ে চলেছে তার প্রতিবাদে কালিয়াগঞ্জ শহরে বিজেপির শহর মণ্ডল কমিটির পক্ষ থেকে বিশাল মিছিল বের হয় রবিবার সন্ধ্যার পর।মিছিলের নেতৃত্ব দেন বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার ১০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস।
গৌরাঙ্গ দাস বলেন রাজ্যের শাসক দল সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলায় একের পর এক বিজেপির কর্মীদের উপর আঘাত হানছে।উত্তর দিনাজপুর জেলার গ্রামের মানুষ শাসক দলের ভয়ে ভীত এবং সন্ত্রস্ত।
আজ সেই কারনে আমরা গনতন্ত্র প্রতিষ্ঠায় সংকল্প মিছিল বের করেছি।মানুষ বাড়ি থেকে বের হযে যাবার পর বাড়িতে ফিরতে পারবে কিনা সেই আতঙ্কে দিন কাটাচ্ছে।
গৌরাঙ্গ দাস বলেন সারা রাজা জুড়ে পুলিশের সাথে শাসক তৃণমূল দল আতঙ্কের যে বাতাবরণ সৃষ্টি করেছে তার প্রতিবাদেই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল।মিছিলে কালিয়াগঞ্জ শহর ও গ্রাম মন্ডলের বিজেপির সর্বস্তরের সমর্থক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন।