মমতার নাম না করে দীপা দাশমুন্সি জানালেন এই দেশে যে কোন মানুষ প্রধানমন্ত্রী হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থায়
1 min read
সুচন্দন কর্মকার :- জাতীয় কংগ্রেস তথা রাহুল গান্ধীর লক্ষ সারাদেশে বিরোধী জোটকে শক্তিশালী করা, প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করে দিবে এদেশের জনতা। ২০১৯ শে দিল্লিতে অবিজেপি সরকার ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রী হবে তা বলার সময় এখনো আসেনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ একথা বলে বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে জল্পনায় জল ঢালার চেষ্টা করলেন দীপা দাশমুন্সি। ২০১৯ লোকসভার আগে উত্তর দিনাজপুরে সাংগঠনিক পর্য্যায়ে আলোচনা বৈঠক করলেন দীপা দাশমুন্সি। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুরে সেই মহকুমার নেতৃত্বদের নিয়ে এই বৈঠকে বসে ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ সকালে কালিয়াগঞ্জ শহরে নিজ বাড়িতে বিভিন্ন ব্লক ও শহর কমিটির সাথে সাংগঠনিক বৈঠক করেন। এই বৈঠকের মাঝে এক সাক্ষাৎকারে জানালেন কংগ্রেসের আগামী সাংগঠনিক কর্মসূচির কথা।বিজেপি বিরোধী জোটের ফলে এবার রায়গঞ্জ লোকসভা আসন হতে পারে বামেদের বলে যে জল্পনা চলছেরাজনৈতিক মহলে, সেই প্রসঙ্গে স্পষ্ট করলেন নিজের অবস্থান। তার কথায় রায়গঞ্জ আসনে জাতীয় কংগ্রেস প্রার্থী দিবে কিনা তা ঠিক করবে এআইসিসি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে জোট নিয়ে জল্পনা সেই প্রসঙ্গে দীপা দেবী বলেন কোন দলের সাথে জোট হবে তা এখনো স্থির হয় নি। ফলে আগাম অনুমানের ভিত্তিতে কিছু বলার নেই ।যদি সত্যিই রায়গঞ্জ আসন জোট স্বার্থে অন্যদলকে ছাড়ে জাতীয় কংগ্রেস তখন কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবো। এদিন দীপা দাশমুন্সি বলেন ২০১৯ লোকসভার আগে দেশব্যাপী জাতীয় কংগ্রেসের পক্ষে বুথ পর্য্যায় পর্যন্ত শক্তি যাচাই কর্মসূচি শুরু হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেপ্টেম্বরের মাঝে এই রাজ্যে সেই কর্মসূচি শুরু হবে তৃণমূলস্থর পর্যন্ত দলের সাংগঠনিক যাচাই করতে । পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে আগামী ১০ সেপ্টেম্বর যে ভারত বন্ধ হচ্ছে কংগ্রেসের ডাকে। তার সমর্থনে জেলায় জেলায় প্রচার চলছে। সেই প্রচার উপলক্ষে উত্তর দিনাজপুরে পথে নেমেছে কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে যে প্রচার চালাচ্ছে তার দল তৃণমূল সেই প্রসঙ্গে দীপা দাশমুন্সির প্রতিক্রিয়া এই দেশে যে কোন মানুষ প্রধানমন্ত্রী হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থায়। তাই বিজেপি বিরোধী অনেক দল তাদের মতন করে প্রধানমন্ত্রী পদপ্রার্থী তুলে ধরে প্রচার চালাতে পারে।তাই এ নিয়ে বলার কিছু নেই বলে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন বিতর্ক এড়িয়ে যান দীপা দাশমুন্সি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ সকাল দশটা হতে বেলা তিনটা পর্যন্ত কালিয়াগঞ্জ এর বাসভবনে জেলার বিভিন্ন ব্লক ও শহর কংগ্রেসের নেতৃত্ব দের সাথে আলাদা আলাদা ভাবে সাংগঠনিক বৈঠক করেন দীপা দাশমুন্সি। এদিনের বৈঠকে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত, কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রথমনাথ রায়, জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র,মিহির দাস গুপ্ত, প্রাক্তন সভাধিপতি মুক্তার আলী সরদার। জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী শিবানী মজুমদার, কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত ,তুলসী জয়সোয়াল, পংকজ পাল, মহিলা নেত্রী জাহেদা খাতুন, মঞ্জুরী দত্ত, যুবনেতা গিরিধারী প্রামানিক প্রমূখ। এদিন কালিয়াগঞ্জে দাসমুন্সি ভবনে দলীয় বৈঠকে অংশ নিয়ে ছিলো কালিয়াগঞ্জ ব্লক ও শহর নেতৃত যেমন তেমনই ছিল হেমতাবাদ, ইটাহার, করণদিঘি ,চাকুলিয়া, ও গোয়ালপুকুর, ব্লক কংগ্রেস নেতৃত্ব । পঞ্চায়েত ভোট ও বোর্ড গঠন পর্বে দলের নেতাকর্মীদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই জেলায় কেন পঞ্চায়েত বোর্ড গঠনে বিজেপি পাশে দাঁড়াতে হচ্ছে। এদিন বৈঠকে সে সমস্ত কথা শুনেন দীপা দাশমুন্সি বলে দলীয় সূত্রে খবর। অপরদিকে আজ বিকেলে রায়গঞ্জ শহরে গান্ধী মূর্তি থেকে জেলা কংগ্রেসের ডাকে র্যা ফেল কেলেঙ্কারি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয় । এই মিছিলে অংশ নিয়ে ছিলেন দীপা দাসমুন্সি ছাড়া এআইসিসি পর্যবেক্ষক বিপি সিং,মোহিত সেনগুপ্তর মত নেতৃত্ব । মিছিল শহরের অপর প্রান্তে শিলিগুড়ি মোড়ে শেষ হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});