কৌশিকি অমাবস্যায় চলছে রহস্য ময তন্ত্র সাধনা
1 min read
কৌশিকি অমাবস্যায় চলছে রহস্য ময তন্ত্র সাধনাকথিত আছে, মহিষাসুর বধের পর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্বর্গের দেবতারা। শেষে দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী নিজ কোষ থেকে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত করে এক পরমাসুন্দরী দেবী মূর্তিতে আবির্ভূত হন। নিজ কোষ শরীর থেকে বের হওয়ার জন্য তিনি হলেন কৌশিকী। কৌশিকী দেবী আবার তারা ও কালীতে রূপান্তরিত হন। আবার শোনা যায়, কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। আজকের দিনে বহু সাধক তারাপীঠের মহাশ্মশানে যজ্ঞ করে। এই কৌশিকী অমাবস্যা কে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়েছে। মন্দির প্রাঙ্গণ এবং মন্দির প্রাঙ্গণের বাইরেও প্রশাসনের পক্ষ থেকে সুব্যবস্থা রয়েছে। এছাড়াও বহু ভক্তবৃন্দ অসুস্থ হয়ে পড়েন সেই জন্য মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিং ও পানীয় জলের সুবিধা আছে। দর্শনার্থীদের যাতে কোনোরকম সমস্যাই পরতে না হয় সেই জন্য প্রশাসন সবসময় সক্রিয় থাকবে। আজকের এই দিনটিতে মা এর মন্দির আলোয় আলোয় সেজে উঠেছে।