শিকারন ফেডারেশন অফ ইন্ডিয়া ফিলিপাইনস মার্শাল আর্টের ১০রাজ্যের পদাধিকারীদের নাম ঘোষণা
1 min readশিকারন ফেডারেশন অফ ইন্ডিয়া ফিলিপাইনস মার্শাল আর্টের ১০রাজ্যের পদাধিকারীদের নাম ঘোষণা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ৩মে: শিকারন ফেডারেশন অফ ইন্ডিয়া ফিলিপাইনস মার্শাল আর্টের পদাধিকারিদের নাম ঘোষণা করা হয়।পদাধিকারী রা হলেন শ্রী শিবু কর্মকার সভাপতি পশ্চিমবঙ্গ।শ্রী রাজা আলী সহ সভাপতি।শ্রী অমিত সিংহ সচিব এবংযুগ্ম সম্পাদক সুশান্ত দাস।রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ,বিহার,সিকিম মেঘালয়, অসম, নাগাল্যান্ড,মনিপুর,অরুনাচল প্রদেশ,মিজোরাম
এবং ত্রিপুরা।শিকারন ফেডারেশন অফ ইন্ডিয়া ফিলিপাইনস মার্শাল আর্টের সভাপতি শ্রী শিবু কর্মকার এক সাক্ষাৎকারে জানান ভারতবর্ষে প্রথম জাতীয় স্তরে প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে ছত্রিশ গড়ের বিলাসপুরে।অনুষ্ঠানটি দুই দিন ধরে চলবে।চ্যাম্পিয়নশিপ খেলাটি অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের ৪এবং৫ই জুন।পশ্চিম বঙ্গ রাজ্য থেকে সেই খেলায় অংশগ্রহন করতে চলেছে বেশ কিছু সদস্যরা বলে জানা যায়।