উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার উন্নতিকল্পে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির পক্ষ থেকে ১২ দফা দাবি নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন
1 min readউত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার উন্নতিকল্পে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির পক্ষ থেকে ১২ দফা দাবি নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন
তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর,২৮এপ্রিল: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্রকের উন্নয়ন কে কেন্দ্র করে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি ইটাহার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ১২ দফা দাবি সম্বলিত একটি দাবি পত্র পেশ করা হয়।ডেপুটেশনের নেতৃত্ব দেন উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির আহ্বায়ক শম্ভু চন্দ্র বর্মন।১২ দফা দাবির মধ্যে উল্লেখ্য যোগী দাবি গুলি হল (১) গা গাজোল, ইটাহার রায়গঞ্জ থেকে গুঞ্জরিয়া পর্যন্ত প্রস্তাবিত রেলপথের নির্মাণ দ্রুত করতে হবে,
(২) ইটাহার ব্লকের বন্যা নিয়ন্ত্রণের অবিলম্বে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে (৩) ইটাহার গ্রামীণ হাসপাতাল কে অবিলম্বে স্টেট জেনারেল হসপিটাল রূপান্তর করতে হবে, (৪) ইটাহারের চাষীদের ফসলের সুরক্ষার জন্য অবিলম্বে সরকার থেকে হিমঘর তৈরি ব্যবস্থা নিতে হবে (৫)যে সমস্ত দরিদ্র মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে না দলীয় স্বার্থে তাদের গৃহ নির্মাণের ব্যবস্থা করতে হবে (৬) অবিলম্বে ইটাহারে একটি মহিলা কলেজ নির্মাণ করতে হবে,
(৭) ইটাহার ব্লকে অবিলমবে কৃষিজাত শিল্প স্থাপন করতে হবে,(৮) ইটাহার চৌমাথায় জনগণের স্বার্থে যানজট থেকে মুক্ত করতে অবিলম্বে একটি ফ্লাইওভার নির্মাণ করতে হবে।(৯) অবিলম্বে রাজ্য সরকারকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং বিকলাঙ্গ ভাতা ৩০০০ টাকা করতে হবে।ডেপুটেশনে ইটাহার বিডিও অফিস চত্বরে বক্তব্য রাখেন বিশ্বজিৎ লাহিড়ী, নিমাই সিংহ চিত্র দাস এবং শম্ভুচন্দ্র বর্মন।ডেপুটেশনে আনুমানিক পাঁচ হাজার সাধারন মানুষ উপস্থিত হয় বলে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির আহবায়ক শম্ভু চন্দ্র বর্মন জানান। ইটাহার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস দাবি পাত্রটি গ্রহণ করেন এবং তা উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পাঠিয়ে দেবেন বলে জানান। ইটাহার ব্লকের উন্নয়নের জন্য এত বড় বিশাল জমায়েত এর আগে কখনো সাধারণ মানুষ দেখেনি।
cialis without prescription These medicines are manufactured in India according to classic recipes and in no way inferior to the original medicines in the efficiency
Read the leaflet for detailed information on the side effects of Cialis buy priligy pakistan And educators are actually the most aware that there is a huge gap between students and
Consideration should be given to the following cheapest cialis However, the bruises are most often painless and disappear in a few days
JAMA Netw Open buy generic cialis online I am 64 years of age and have taken 5 mgs of Cialis for ED
Study design. clomiphene citrate challenge test
I havent gotten pregnant since so they are starting meds. is tamoxifen a chemo drug
i want to buy doxycycline 100mg Symptoms Of Kennel Cough.