December 29, 2024

আবাস যোজনা প্রকল্পের প্রাপকরা এখন থেকে গৃহ নির্মাণে পিলার ব্যবহার করতে পারবে-

1 min read

আবাস যোজনা প্রকল্পের প্রাপকরা এখন থেকে গৃহ নির্মাণে পিলার ব্যবহার করতে পারবে-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২৯এপ্রিল:অবশেষে এখন থেকে কালিয়াগঞ্জ পৌর সভার অন্তর্ভুক্ত পৌরপৌর সভার আবাস যোজনা প্রকল্পের গৃহ নির্মাণকারিরা পিলার দিয়ে তাদের গৃহ নির্মান করতে পারবে।কালিয়াগঞ্জ পৌর সভার আবাস যোজনায় পিলার দিয়ে বাড়ি নির্মাণের ছাড়পত্র পৌর সভা দেওয়ায় গৃহ নির্মাণ কারিদের মধ্যে খুশির হওয়া বইতে শুরু করে দিয়েছে বলে জানা যায়।আবাস যোজনা প্রকল্পে কলম পিলার দিয়ে বাড়ি নির্মাণ প্রসঙ্গে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন পিলার দিয়ে বাড়ি বানানোর দাবি পৌর শহর কালিয়াগঞ্জের মানুষদের দীর্ঘদিনের।

সে দাবির গুরুত্ব বিচার করে কালিয়াগঞ্জ পৌর সভা সেই দাবি মেনে নিয়েছে।তবে কলম পিলার দিয়ে বাড়ি নির্মাণ করলে উপভোক্তাদের কিছু নিয়ম মেনে চলতে হবে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান। যেমন কলম পিলার দিয়ে বাড়ি তৈরি করতে গেলে উপভোক্তাদের সরকারি নিয়ম মেনে পৌর সভায় বাড়ির নকশা জমা দিতে হবে।এই বাড়ি তৈরীর জন্য বাড়তি যে খরচ হবে তার খরচ নিজেকে বহন করবার জন্য একটি অঙ্গীকার পত্র পৌরসভায় জমা দিতে হবে।আবাস যোজনার নিয়মে বাড়ির মাপ সর্ব নিম্ন ৩৫০ বর্গ ফুট এবং সর্বোচ্চ ৫৫০ বর্গ ফুটের অধিক হবেনা।এছাড়াও আবাস যোজনার বাড়ির নিয়মে ৬টির বেশি কলম পিলার ব্যবহার করা যাবে না বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।পৌর সভার আবাস প্রকল্পের বাড়ি বানানোর জন্য সরকারি অর্থ , ৩ লক্ষ্ ২৫ হাজার এবং নিজ অংশ বাবদ উপভোক্তা কে দিতে হবে ২৫হাজার টাকা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..