কেন্দ্রীয় সরকারের জীবনবীমার শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে জীবন বীমা কর্মচারী সংগঠনের প্রতিবাদ-
1 min readকেন্দ্রীয় সরকারের জীবনবীমার শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে জীবন বীমা কর্মচারী সংগঠনের প্রতিবাদ-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯এপ্রিল:ভারতীয় জীবন বীমা নিগমের শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ জীবন বীমা শাখার সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো।এদিন বিবেকানন্দ মোড়ের জীবন বীমা অফিসের সামনে জীবন বীমার কর্মচারীগণের সাথে জীবন বীমার এজেন্ট গন যৌথ ভাবে এর তীব্র প্রতিবাদ জানায়।এদিন জীবন বীমা সংগঠনের কালিয়াগঞ্জ শাখার বলিষ্ঠ নেতা শান্তনু বিশ্বাস বলেন জীবন বীমা ভারতবর্ষের সম্পদ।
রাষ্ট্র গঠনে জীবন বীমার ভূমিকা অনস্বীকার্য।দেশের এতবড় একটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির মাধ্যমে এই প্রতিষ্ঠানকে বেসরকারিকরনের দিকে ঠেলে দেবার বিরুদ্ধে তাদের আন্দোলন চলছে এবং চলবে বলে জানান।শান্তনু বাবু বলেন বিগত ২৮বছর ধরে জীবনবীমা সংস্থাকে বেসরকারী করনের জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।আগামী মে মাসে ৩,৫শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলে দেশের যে বিরাট ক্ষতি হবে তারা নিশ্চিত করেই বলা যায়।কেন্দ্রীয় সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে তারা দেশব্যাপী জোরালো আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বলে শান্তনু বিশ্বাস জানান।