ফের স্কুলে গর হাজিরের অভিযোগ উঠল প্রধান শিক্ষক সহ আরও এক শিক্ষকের বিরুদ্ধে
1 min readফের স্কুলে গর হাজিরের অভিযোগ উঠল প্রধান শিক্ষক সহ আরও এক শিক্ষকের বিরুদ্ধে
ফের স্কুলে গর হাজিরের অভিযোগ উঠল প্রধান শিক্ষক সহ আরও এক শিক্ষকের বিরুদ্ধে। তারেই প্রতিবাদে শুক্রবার স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুর করে অভিভাবকরা। ঘটনাটি গোয়ালপোখর ১ ব্লকের চুরাকুট্টি MSK স্কুলের ঘটনা। স্কুলে প্রায় চারশো জন পড়ুয়া রয়েছে। স্কুলের মোট শিক্ষকের সংখ্যা তিন জন। অভিযোগ কত চার বছর ধরে স্কুলে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আসেন না।
এমনকি মাসের বেশির ভাগ দিনেই গর হাজীর থাকেন ওই স্কুলের আরও এক শিক্ষক। এর ফলে চরম সমস্যা পরেছে স্কুলের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা। এমনকি নিম্নমানের মিড ডে মিল খাবানোর অভিযোগ অভিভাবকদের। এই ঘটনায় স্কুল চত্ত্বরে উত্তেজনা ছোরিয়ে পরে।
স্কুলে প্রধান শিক্ষকের গর হাজীর থাকার কথা স্বীকার করেন ওই স্কুলের শিক্ষক মুস্তিক আলম।অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন MSK স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। তিনি পাল্টা অভিযোগ করেন তার কাছে মাঝে মধ্যেই টাকা নেওয়ার জন্য চাপ দেয় কিছু মানুষ। এবং তার বিরুদ্ধে চক্রান্ত করে এই সব করছে বলে অভিযোগ। এবং যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।