January 11, 2025

ওই চুপ যুদ্ধ চলছে কালিয়াগঞ্জে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

                                                     ছবি ঃ- সত্যেন মহন্ত (তুফান)


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময় চক্রবত্তীঃ- বর্ষার মরশুমে ডেঙ্গুতে যাতে কোন মানুষ আক্রান্ত না হয় এবং শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মশা মাছির উপদ্রপ থেকে সাধারন মানুষরা   রেহাই পায় তার জন্য যুদ্ধ কালীন তৎপরতার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে কামানের গোলা হুম হুম করে ছোড়া হচ্ছে জোর কদমে শহর জুড়ে দূর থেকে দেখলে মনে হবে কোন জঙ্গলে হয়তোবা কোন জঙ্গিরা লুকিয়ে আছে আর তাদের কব্জা করতে সি আর পি এফ এর  জোয়ানরা জোরদার লড়াই চালিয়ে যাছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কিন্তু না এখানে জঙ্গির পরবর্তীতে মশা ,মাছির সঙ্গে লড়াই   করা হচ্ছে সেই কামান দিয়ে থেকে ১৭  প্রত্যেকটি ওয়ার্ডে মুহু মুহু কামানের গোলার আওয়াজ  শোনা যাছে   সকাল থেকে দুপুর যখনই যেদিকে তাকানো যাবে পৌরসভার একটি দল মশা মারার কামান নিয়ে কোথাও জঙ্গলে ঢুকে গিয়ে ,কোথাও বা আবার ড্রেনের মধ্য, কোথাও বা আবার কারো বাড়িতে  ঢুকে সরাসরি কামান চালিয়ে  দিচ্ছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সে কি লড়াই নিমিষের মধ্যে সাদা ধুয়ায় ঢেকে যাচ্ছে চারিদিক তবে এই ধুয়  তে একটাই স্বস্তির কথা যাদের বিরুদ্ধে লড়াই সেই কোটি কোটি জঙ্গি মশারা প্রান মারা যাচ্ছে নিমিষের মধ্যে ধ্বংস হচ্ছে কোটি কোটি মশা মাছির বংশবিস্তার এর  জায়গাগুলি 

আর এতে ভীষণ খুশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নাগরিকরা স্বয়ং কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অপারেশন মসকুইটো নিধান নেতৃত্ব দিচ্ছেন  কার্তিক পাল বলেন পৌরপতি হিসাবে তার অনেক দায়িত্ব শহরের নাগরিকরা স্বাচ্ছন্দ আছেন কী না তা দেখার আর সেই চাহিদার কথা মাথায় রেখে তার মিশন অপারেশন মসকিউটো নিধনতার একটাই বক্তব্য করেঙ্গে ইয়া
মরেঙ্গে ,এতে জিততেই হবে পিছু হটার কোনো প্রশ্ন নেই এই অপারেশনে মশা মাছির সঙ্গে কোন আপোস করা হবে না কোন অবস্থাতেই তাই কামান দাগানোর পাশাপাশি সব জায়গায় দেওয়া হচ্ছে বিভিন্ন কীটনাশক ওষুধ   

যাতে আর তারা শহরে যেখানে সেখানে বাসা বাঁধতে না পারে পৌরপতি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চারদিকে যেভাবে স্বচ্ছতার নির্মল বাংলা গড়া হচ্ছে তাতে কালিয়াগঞ্জ পৌরসভা পিছিয়ে নেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



শহরকে সুন্দর ভাবে সাজাতে ও  শহরের বাসিন্দাদের 
স্বাছন্দে রাখতে নির্মল কালিয়াগঞ্জ শহর গড়ে তোলার এখন তার প্রধান লক্ষ্য এখানে মশামাছির কোন স্থান নেই 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সব ধ্বংস করে দেয়া হচ্ছে এদিকে শহরজুড়ে মশামাছির বিরুদ্ধে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে তাতে খুশি শহরের বাসিন্দারা তাদের বক্তব্য যুগের  সাথে তাল মিলিয়ে এবার শহরের আপডেট তুরুন  পৌরপতি হয়েছে যার পক্ষে এত কিছু করা সম্ভব শহরের বাসিন্দারা বলছেন  আগে যতগুলো পৌরপতি কালিয়াগঞ্জ শহরের দায়িত্ব নিয়েছিলেন  তারা সবাই শহরকে ৩০  বছর পিছিয়ে দিয়েছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


বিগত দিনে মশা রোগের পাদুর্ভাব মানুষ জর্জরিত হয়ে উঠেছিলেন তখন  আজকের মতো পৌরসভাকে তৎপরতা  গ্রহণ  করতে
লক্ষ্য করা যায়নি যেভাবে বর্তমানে হচ্ছেতাই সবাই বলছে ওই চুপ যুদ্ধ চলছে কালিয়াগঞ্জে।    


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *