বালুরঘাট ব্লক কন্যাশ্রী ফুটবল টুর্নামেন্ট
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস ,বালুরঘাট,11ই সেপ্টেম্বর:-বালুরঘাট ব্লক কন্যাশ্রী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো আজ ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে l এই প্রতিযোগিতায় প্রথম বার নেমেই বাজিমাত করে রানার্স আপ হয় বালুরঘাটের অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতন এবং চ্যাম্পিয়ান হয় সোবরা এস.জি উচ্চ বিদ্যালয় l মোট চারটি বিদ্যালয় আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে l বালুরঘাট ব্লকের সানাপাড়া উচ্চ বিদ্যালয় ,মালঞ্চা জেড.এম.আর.এম উচ্চ বিদ্যালয়,সোবরা এস.জি.উচ্চ বিদ্যালয় ও অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতন এর ছাত্রীরা l সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতন এর নবম শ্রেণীর ছাত্রী বিউটি সোরেন l এপ্রসঙ্গে ওই বিদ্যালয়ের শিক্ষক তুহিন শুভ্র মন্ডল জানান ,”মাস খানেক পূর্বেই আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি ফুটবল টিম তৈরী করি l ভীষণ আবেগ দিয়ে কঠোর অনুশীলন করতো আমাদের ছাত্রীরা l তবে এতো তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখতে পাবো ভাবিনি l তার ওপর খালি পায়ে বুটের বিরুদ্ধে খেলে l আমাদের মেয়েদের সাফল্যে আমরা শুধু আনন্দিতই না ,গর্বিত l “ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা রায় জানান ,”এই ধরণের প্রতিযোগিতা আরও বেশি হওয়া দরকার l আন্তর্জাতিক স্তরে ভারতের মহিলারা দেশকে গর্বিত করে চলেছে l আমরা চাই আমাদের মতো প্রত্যন্ত এলাকার মেয়েরাও আন্তর্জাতিক আঙিনায় ছাপ ফেলুক l “
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});