December 28, 2024

পাঁচ ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরি চাইল হাইকোর্ট! তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে

1 min read

পাঁচ ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরি চাইল হাইকোর্ট! তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে

সাম্প্রতিকালে রাজ্যে একের পর এক ধর্ষণ কাণ্ডের ঘটনা সামনে এসেছে। কিছু মামলার তদন্তভার সিবিআই-এর কাছে গেছে, কিছু মামলার তদন্ত করছে পুলিশ। এবার এমনই পাঁচ মামলা— ময়নাগুড়ি, নেত্রা, নামখানা, পিংলা ও শান্তিনিকেতনের ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরি ও তদন্ত রিপোর্ট রাজ্যের কাছে তলব করল কলকাতা হাইকোর্ট (High Court)।শুধু তাই নয়, এই ধর্ষণ কাণ্ডের প্রত্যক্ষদর্শী ও নির্যাতিতাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত এক মামলার শুনানিতে এমন নির্দেশ দেয়।পাশাপাশি, তিনদিনের মধ্যে অর্থাত্‍ শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে আইনজীবী সুস্মিতা সাহা, রাজ্যের এই পাঁচ ধর্ষণ কাণ্ড নিয়ে মামলা করেছিলেন। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। এই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রাজ্যে ঘটে যাওয়া একের পর এক এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারপরই রাজ্যের কাছে কেস ডায়েরি ও তদন্তের রিপোর্ট চায় হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..