খুনের অভিযোগে সরব মা
1 min readখুনের অভিযোগে সরব মা
গৃহবধূর পরিবারকে না জানিয়ে মৃতদেহের ময়নাতদন্ত করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। মৃত ওই গৃহবধূর নাম রিম্পা কর্মকার। বাড়ি রায়গঞ্জ শহরের সোহারই মোড় এলাকায়। ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মৃতার মায়ের দাবি।
এদিন বিকেল পাঁচটা নাগাদ মৃতার পরিবারকে না জানিয়েই মৃতদেহ ময়নাতদন্ত করেন চিকিৎসক। এরপরেই যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। পরিবারের অভিযোগ, বধূর স্বামী ইন্দ্রজিৎ বর্মন ও তার বাড়ির লোকেরা পরিকল্পনা করে তাঁকে শ্বাসরোধ করে খুন করে। যদিও মৃতার স্বামীর দাবি, তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এদিন সন্ধ্যে সাতটা নাগাদ রায়গঞ্জ থানায় স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার মা রত্না কর্মকার। রায়গঞ্জের পুলিশ সুপার মহন্মদ সানা আকতার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।