December 28, 2024

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, মোটা টাকা বোনাস ঘোষণা নবান্নের

1 min read

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, মোটা টাকা বোনাস ঘোষণা নবান্নের

সরকারি কর্মচারীদের জন্য সুখবর।বোনাস ঘোষণা করল নবান্ন। এক বিবৃতিতের মাধ্যমে নবান্নের তরফে বোনাস ঘোষণার কথা জানানো হয়েছে। তবে সমস্ত সরকারি কর্মচারী এই বোনাস পাবেন না।নবান্নের তরফে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, গত অর্থবর্ষ অর্থাত্‍ ২০২১-২২ অর্থবর্ষ অনুযায়ী ৩১ মার্চ অনুযায়ী যে সকল কর্মচারীদের বেতন ৩৭ হাজার টাকার কম, তাঁরা এই বোনাসের উপযুক্ত হবেন। সেক্ষেত্রে কর্মচারী পিছু চার হাজার ৮০০ টাকা করে বোনাস পাবেন। এই বোনাস কেবলমাত্র স্থায়ী কর্মচারীদের জন্য। ক্যাজুয়াল কর্মীরা একই পরিমাণ টাকা ভাতা হিসেবে পাবেন। অন্যদিকে, ২০২১-২২ অর্থবর্ষে যাঁদের বেতন বৃদ্ধি পেয়ে ৩৭ হাজারের বেশি হয়েছে, তাঁরাও ভাতা পাবেন।

 

 

পাশাপাশি যে সমস্ত কর্মীরা গত ছয় মাস ধরে কর্মরত তাঁরাও এই চার হাজার ৮০০ টাকা বোনাসের অধীনে পড়বেন।শুধুমাত্র স্থায়ী কর্মচারী নয়, নবান্নের তরফে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, যে সব ক্যাজুয়াল কর্মীরা গত ছয় মাস ধরে কর্মরত, তাঁরাও এই ৪,৮০০ টাকা ভাতা পাবেন।

 

এই ভাতা কনসিলেটেড পে রোলে থাকা সরকারি কর্মচারীরাও পাবেন। অন্যদিকে, একিক সংবাদমাধ্যমের তরফে জানানো হচ্ছে, জুলাই মাসে সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে। প্রতি বছর মাসেই রাজ্য সরকারী কর্মচারীদের বেতন বাড়ে।গত বছর রাজ্যে তৃতীয় বারের জন্য সরকার গঠনের তিনদিনের মাথাতেই সরকারি কর্মচারীদের বোনাসের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ৪,৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে। গত বছর সরকারের তরফে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও ২,৫০০টাকা বোনাসের ঘোষণা করেছিলেন। তবে যে সমস্ত সরকারি কর্মচারী ৩১ হাজার টাকার নীচে পেনশন পান, তাঁরাই বোনাস পাবেন বলে নবান্ন জানিয়েছিল। তবে চলতি বছর অবসরপ্রাপ্ত কর্মচারীরা বোনাস পাবেন কি না, সেই বিষয়ে কোনও তথ্য নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..