দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি হলেন লিপিকা রায়
1 min read
কমল কুমার বিশ্বাস ,বালুরঘাট,12ই সেপ্টেম্বর :-আজ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বোর্ড গঠন করলো তৃনমূল কংগ্রেস। সভাধিপতি হলেন লিপিকা রায় এবং সহ সভাধিপতি হলেন গত বারের সভাধিপতি – ললিতা তিগ্যা ।1992 সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তৈরির পর থেকে এবারই প্রথম বিরোধী শুন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ গঠিত হলো l জেলার আঠারোটি আসনের মধ্যে আঠারোটি আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা l সভাধিপতি কে হবেন তা মোটামুটি সকলের জানা থাকলেও মূলত মূল আলোড়ন ও আলোচনার বিষয় হয়ে ওঠে সহকারী সভাধিপতি কে হবেন তা নিয়ে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা জুড়ে আলোচনা ও নিজেরমতো করে অনেকেই ভাবতে শুরু করেন কে বসতে পারেন ওই পদে l সম্ভব্য নাম হিসাবে প্রথম থেকেই কুমারগঞ্জ ছয় নং আসন থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস এর কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি মফিজুদ্দিন মিয়ার নাম ,এছাড়াও নাম উঠে আসে প্রবীণ তৃণমূল নেতা তথা বালুরঘাট পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি ও বর্তমান বালুরঘাট ব্লকের তৃণমূল সভাপতি প্রবীর রায় এর নাম l এছাড়াও নাম শোনাযায় সংকর সরকার ,বিশ্বনাথ পাহান ,আমজাদ আলী মন্ডল এর মতো পোড়খাওয়া নেতাদের l সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শাসক শিবির দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি লোলিতা টিগ্গা কেই বেছে নিয়েছে সহকা
রী সভাধিপতি হিসাবে l মূলত জেলাপরিষদ পরিচালনের ক্ষেত্রে তার অভিজ্ঞতাকে কাজেলাগাতেই এই সিদ্ধান্ত বলে ভাবছেন ওয়াকিবহাল মহল l আজ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এর মিটিং হলে অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক নব দায়িত্ব প্রাপ্ত সভাধিপতি লিপিকা রায় ও সহকারী সভাধিপতি লোলিতা টিগ্গা কে শপথ গ্রহণ করান l উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র ,উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বাচ্চু হাঁসদা ,বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ প্রমুখেরা l আজ যদিও অন্যান্য কর্মাধক্ষ্য পদ গুলির দায়িত্ব ভার বন্টন হয়নি l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});